Westbengal : বক্সা জঙ্গলে বাঘ আনা হবে

Westbengal : বক্সা জঙ্গলে বাঘ আনা হবে

May 27, 2023 - 17:33
 0  6

 আশ্বাস পাওয়া সত্তেও মিলেনি আর্থিক প‍্যাকেজ ।কবে মিলবে প‍্যাকেজ সঠিক উত্তর ? জানেনা কেউ । প‍্যাকেজ না‌ পাওয়া দরুন যুবতীদের বিবাহ আটকে রয়েছে। দুশ্চিন্তায় আলিপুরদুয়ার জেলার বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের অন্তগত কালচিনি ব্লকের গাঙ্গুটিয়া ও কুমারগ্ৰাম ব্লকের ভুটিয়া বনবস্তির বাসিন্দারা। বক্সা ব‍্যাঘ্র প্রকল্পে অন্তগত গাঙ্গুটিয়া বনবস্তিতে ৬৩ টি পরিবারের বসবাস এই গ্ৰামে ১৯৫  জন প্রাপ্ত বয়ষ্ক মানুষের বসবাস ওপরদিকে ভুটিয়া বস্তিতে প্রায় ১৫০ মানুষের বসবাস ।  এই দুটো বনবস্তিতে প্রায় ৩৫০ জন মানুষ রয়েছে। বক্সা জঙ্গলে বাঘ আনা হবে এবং বাঘের পরিবেশ ফিরিয়ে আনার জন‍্য গাঙ্গুটিয়া ও ভুটিয়া বস্তি এই দুটি বনবস্তি প্রায় ৩৫০ জন  বাসিন্দাদের অন‍্যত্র সরিয়ে নেওয়ার পরিকল্পনা নেয় বনদফতর। এবং এই বনবস্তির প্রাপ্ত বয়স্ক নাগরিকদের প্রত‍্যেককে  ১৫ লক্ষ টাকা করে আর্থিক প‍্যাকেজ দেওয়ার ও কথা হয় ।
#news #buxar #alipurduar #kalchini #westbengal #dooars

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow