Westbengal : কয়লা খনির খোলা মুখ ভরাটে ফ্লাই অ্যাশ ছড়িয়ে পড়ায় ব্যাপক দূষণ অঞ্চলে
Westbengal : কয়লা খনির খোলা মুখ ভরাটে ফ্লাই অ্যাশ ছড়িয়ে পড়ায় ব্যাপক দূষণ অঞ্চলে
রানীগঞ্জ -এর কয়লা খনির খোলা মুখ ভরাটের ফ্লাই অ্যাশ ছড়িয়ে পড়ায়, কয়লা খনির পরিবহন বন্ধ করে পাঁচ ঘন্টা ধরে বিক্ষোভ। পরে ইসিএল কর্তৃপক্ষের আশ্বাসে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে উঠল বিক্ষোভ । শুধু স্থানীয় বাড়ির চারপাশে নয়, ফ্লাই অ্যাশ ছাই পড়ছে রান্নার খাবারে, এমনকি শোয়ার ঘরে। গত কয়েকদিন ধরেই এমন বিষয় লক্ষ্য করে অতৃষ্ঠ হয়ে পড়েছে এলাকার মানুষ। বিক্ষোভকারীরা এদিন দাবি করে যে কয়লা খনি ভরাট করা হচ্ছে সেই অংশের ফ্লাই আছে এর ওপর মোটা মাটির স্তর দিয়ে ঢেকে দিতে হবে বিস্তীর্ণ অংশে । পাশাপাশি যে অংশটি এখনো ভরাট করা হয়নি সেই কয়লা খনির গহবরকে মাটি দিয়ে ভরাট করতে হবে। এদিনের এই বিক্ষোভের নেতৃত্ব দেন আদিবাসী সংগঠনের নেতা সঞ্জয় হেমব্রম, লুনারাম হাসদা, রামচন্দ্র হেমব্রম, সোমলাল টুডু, সুজিত হেমব্রম, মঙ্গল হেমব্রম, প্রদীপ বাসকে, রবি হাসদা প্রমূখ। #news #newstoday #raniganj #westbengalnews @ubanglatvofficial
What's Your Reaction?