Westbengal : উত্তরবঙ্গে গ্রামবাসীদের উদ্ধার করেছে ভারতীয় সেনাবাহিনী
Westbengal : উত্তরবঙ্গে গ্রামবাসীদের উদ্ধার করেছে ভারতীয় সেনাবাহিনী
12 এবং 13 জুলাই 2023 তারিখে সারা উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত দেখা গেছে যার ফলে আলিপুর দুয়ার জেলার তোর্সা এবং কালজানি নদী বিপদসীমা অতিক্রম করেছে। কালজানি নদীর দ্রুত প্রবাহের ফলে মেছপাড়া গ্রাম প্লাবিত হয় এবং মেছপাড়াকে প্রধান মহাসড়কের সাথে সংযোগকারী একমাত্র সেতুটি ধুয়ে যায়। বেসামরিক প্রশাসনের অনুরোধের সাথে সাথে সাড়া দিয়ে, ত্রিশক্তি কর্পসের কৃপাণ বিভাগের সৈন্যরা দ্রুত কাজ করে এবং ঘটনাস্থলে ছুটে যায়। যদিও দ্রুত প্রবাহিত জল জীবনের জন্য একটি বিশাল হুমকি তৈরি করছিল, সেনাবাহিনীর সদস্যরা নদী পার হয়ে গ্রামবাসীদের নিরাপদ স্থানে চলাচলের সুবিধার্থে দড়ি ক্রসিং স্থাপন করে। ভারী বৃষ্টির মধ্যে অবিরাম প্রচেষ্টার মাধ্যমে, সৈন্যরা 24 শিশু সহ 72 জন গ্রামবাসীকে সরিয়ে নেয়। পানির স্তর বাড়লেও, গ্রামের ভিতরে আর কেউ যেন আটকে না পড়েন তা নিশ্চিত করতে সেনা সৈন্যরা গ্রামে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি চালায়। তল্লাশির সময় প্রত্যন্ত বাড়ির একটির ভিতরে আটকে পড়া দুই শিশুসহ ছয় গ্রামবাসীকে সরিয়ে নেওয়া হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর তাৎক্ষণিক প্রতিক্রিয়ার ফলে গ্রামবাসীদের উদ্ধার করা সম্ভব হয়েছে। যে কোনো দুর্যোগ পরিস্থিতিতে মানবিক সহায়তা দিতে ভারতীয় সেনাবাহিনী সর্বদা প্রস্তুত। #breakingnews #newstoday #banglanews #indianarmy #westbengal #newslive @ubanglatvofficial
What's Your Reaction?