West bangle : জামাইষষ্ঠীতে বাজারে অগ্নিমূল্য|
West bangle : জামাইষষ্ঠীতে বাজারে অগ্নিমূল্য|
আজ অর্থাৎ বৃহস্পতিবার জামাই ষষ্ঠী, গৃহস্থরা সাত সকালে বাজারে জিনিসপত্র কিনতে গিয়ে হতবাক, কাঁচা সবজি থেকে শুরু করে মিষ্টান্ন ও ফল কিনতে গিয়ে হাতে ছ্যাকা লাগছে। এক ক্রেতা বলেন, কালও এত দাম ছিল না, বিক্রেতা ঝোপ বুঝে কোপ মারছে । শহরে হাজার টাকা কিলো পাঁঠার মাংস, টাটকা মাছের দাম হাজার টাকা থেকে চৌদ্দশ টাকা পর্যন্ত। জামাইষষ্ঠী এলেই কপালে হাত নিম্নবিত্তদের, এই অগ্নি মূল্যর বাজারে কি ভাবে তারা নিজেদের সন্মান রক্ষা করবে?
#westbengal #westbengalnews
What's Your Reaction?