Tripura : ৫১ তম রাজ্যস্তরীয় বাল বৈজ্ঞানিক প্রদর্শনী : U Bangla TV
Tripura : ৫১ তম রাজ্যস্তরীয় বাল বৈজ্ঞানিক প্রদর্শনী : U Bangla TV
দুই ও তিন ফেব্রুয়ারী অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫১ তম রাজ্যস্তরীয় বাল বৈজ্ঞানিক প্রদর্শনী! সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন ত্রিপুরার শিক্ষা দপ্তরের সচিব রেভেল হেমেন্দ্র কুমার! বৃহস্পতিবার আগরতলা মহাকরণের প্রেস কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলন করে ত্রিপুরার শিক্ষা দপ্তরের সচিব রেভেল হেমন্দ্র কুমার জানিয়েছেন, বিদ্যালয়স্তরের শিশু কিশোরদের সহজাত কৌতুহল প্রবৃতি, সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তির বিকাশের জন্য গঠনমূলক মানসিক ক্ষেত্র প্রস্তুতিকরণের জন্য বিজ্ঞান ক্ষেত্রে আগামীদিনে দেশের আত্ম নির্ভরশীলতা, আর্থ সামাজিক, এবং পরিবেশগত দীর্ঘস্থায়ী উন্নয়নের লক্ষ্যে বিজ্ঞান ও গণিত শিক্ষার বিকাশের জন্য আগামী দুই ও তিন ফেব্রুয়ারী SCERT এর উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫১ তম রাজ্যস্তরীয় বাল বৈজ্ঞানিক প্রদর্শনী। ২ ফেব্রুয়ারী আগরতলা মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে রাজ্যস্তরীয় এই বাল বৈজ্ঞানিক প্রদর্শনীর উদ্বোধন করবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন শিক্ষা দপ্তরের সচিব রেভেল হেমেন্দ্র কুমার। উপস্থিত ছিলেন ত্রিপুরার শিক্ষা দপ্তরের অধিকর্তা এন সি শর্মা। #tripura #tripuranews #banglanews #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?