Tripura : রাজভবন অভিযানে পুলিশি বাধা
Tripura : রাজভবন অভিযানে পুলিশি বাধা
ত্রিপুরার উপজাতি মানুষদের ককবরক ভাষাকে রোমান স্ক্রিপ্টের দাবিতে তিপ্রা স্টুডেন্ট ফেডারেশনের উদ্যোগে বুধবার উপজাতি ছাত্র-ছাত্রীরা আগরতলা রাধানগর থেকে এক সুবিশাল র্যালি করে আগরতলা রাজভবনের উদ্দেশ্যে রওনা দিলে আগরতলা সার্কিট হাউজের সামনে তাদের র্যালিটি আসার পরে ত্রিপুরা পুলিশ তাদের আটক করে। পরে সেখান থেকে পাঁচজনের এক প্রতিনিধি দল ত্রিপুরা রাজ্যপাল সত্যদেও নারায়ন আর্যের সাথে দেখা করতে যায়। উপস্থিত ছিলেন তিপ্রা স্টুডেন্টস ফেডারেশনের এডভাইজার চেয়ারম্যান বিশু কুমার দেববর্মা সহ অন্যান্যরা। তিনি জানিয়েছেন,তিপ্রা স্টুডেন্টস ফেডারেশন ১৯৬৮ সাল থেকে ত্রিপুরার উপজাতি মানুষদের মাতৃভাষা ককবরক ভাষাকে রোমান স্ক্রিপ্টের দাবিতে আন্দোলন করা যাচ্ছে।যদি তাদের দাবি অবিলম্বে পূরণ না হয় তাহলে তিপ্রা স্টুডেন্টস ফেডারেশন আগামীদিনে এই ত্রিপুরায় বৃহত্তর আন্দোলনে যাবার হুঁশিয়ারি দিয়েছেন। #newstoday #banglanews #news #tripura #tripuranews @ubanglatvofficial
What's Your Reaction?