Tripura : বিদ্যুত সাবষ্টেশনের শুভ সূচনা : U Bangla TV
Tripura : বিদ্যুত সাবষ্টেশনের শুভ সূচনা : U Bangla TV
সমগ্র ত্রিপুরায় বিদ্যুতের পরিষেবা উন্নয়নে-- কাজ করে যাচ্ছে বর্তমান ত্রিপুরা সরকার। ত্রিপুরা সরকারের উন্নয়নমূলক প্রকল্পের মধ্যে, এডিসি এলাকায় সঠিকভাবে বিদ্যুৎ পরিষেবা পৌঁছানের লক্ষ্যে, দক্ষিণ ত্রিপুরা জেলা বীরচন্দ্র মনু এলাকায় -- ৮ কোটি ১০ লক্ষ ৬৮ হাজার ৯৬১ টাকা ব্যায় করে ৩৩ কেভি বিদ্যুৎ-এর সাবষ্টেশন নির্মান করা হয়। ২০১৯ সালের ২৬ শে আগষ্ট এই বিদ্যুৎ সাবষ্টেশন নির্মানের কাজ শুরু হয়। আজকের দিনে ত্রিপুরার বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথের হাত ধরে এই প্রকল্পের শুভ সূচনা করা হয়। বিদ্যুৎ সাব স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী রতন লাল নাথের পাশাপাশি উপস্থিত ছিলেন, মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া, শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ উনার বক্তব্যের মধ্য দিয়ে উপজাতি এলাকার লোকজনদের কাছে-- সঠিকভাবে বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দিতে ত্রিপুরা সরকার কি কি পরিকল্পনা হাতে নিয়েছে এবং কতটুকু বাস্তবায়িত হয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন #tripura #tripuranews #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?