Tripura | প্রতি ঘরে ঘরে জল পৌঁছার আগেই সেই জলের অপচয় | U Bangla TV
Tripura | প্রতি ঘরে ঘরে জল পৌঁছার আগেই সেই জলের অপচয় | U Bangla TV
জানা যায়, সিপাহীজলা ত্রিপুরা জেলা গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাঞ্চনমালা এলাকার দুই নং ওয়ার্ডের পশ্চিম কাঞ্চনমালা অঙ্গনওয়াড়ি সেন্টারের পাশে একটি পানীয় জলের পাম্প মেশিন বসানো হয়। আর সেই পাম্প মেশিনের জল এলাকার বেশ কয়েকটি পাড়ায় সরবরাহ করা হয়েছে পাইপ লাইনের মাধ্যমে। কিন্তু, জলের সেই পাইপ অত্যন্ত নিম্নমানের হওয়ার কারণে জল মানুষের ঘরে পৌঁছার আগেই রাস্তা দিয়ে ভেসে যাচ্ছে। গত একমাস ধরে এই সমস্যা থাকলেও সংশ্লিষ্ট ডি. ডব্লিউ. এস দপ্তরের কোন হেলদোল নেই বলে এলাকাবাসীর অভিযোগ। সরকার বারবার মানুষকে বলে আসছে জলের অপচয় বন্ধ করার জন্য। কিন্তু, এদিকে কাঞ্চনমালা এলাকার ২ নং ওয়ার্ডে বহুদিন ধরে জলের পাইপ ফেটে রাস্তা দিয়ে গড়িয়ে যাচ্ছে সেই জল। পাইপ ফেটে বেরিয়ে যাওয়া জল গিয়ে এলাকার রাস্তাঘাট ভেঙ্গে যাচ্ছে। কিন্তু, তারপরেও সংশ্লিষ্ট ডি. ডব্লিউ. এস দপ্তরের কোন নজর নেই সেদিকে। তাই স্থানীয় এলাকাবাসীদের দাবি, খুব শীঘ্রই যেন জলের পাইপ লাইনের এই সমস্যার সমাধান করে দেওয়া হয়।
What's Your Reaction?