Tripura : পাচারকালে বিএসএফ জওয়ানদের হাতে আটক ৮১টি উন্নত প্রজাতির গরু
Tripura : পাচারকালে বিএসএফ জওয়ানদের হাতে আটক ৮১টি উন্নত প্রজাতির গরু
গোপন সংবাদের ভিত্তিতে উত্তর ত্রিপুরা জেলা পানিসাগর ১০৫ নম্বর ব্যাটেলিয়ানের বিএসএফ জওয়ানরা ৮১টি অবৈধ গরু পাচারের সময় আটক করে। জানা যায়, পানিসাগর ১০৫ নম্বর ব্যাটেলিয়ানের বিএসএফ জওয়ানদের কাছে গোপন সংবাদ আসে, ত্রিপুরার দামছড়া মিজোরাম সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে ২০ থেকে ৩০ টি গাড়ী করে নিয়ে আসা হচ্ছে অনেকগুলি গরু। গাড়িটি থেকে ৮১টি উন্নত প্রজাতির গরু উদ্ধার করা হয়। পরবর্তী সময়ে গরুগুলি মনু থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ জওয়ানরা। প্রসঙ্গত, মায়ানমার থেকে এই গরুগুলি মিজোরাম হয়ে ত্রিপুরার দামছড়া সীমান্ত দিয়ে ত্রিপুরায় প্রবেশ করে সিপাহীজলা ত্রিপুরা জেলা সোনামুড়া ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচার করার চেষ্টা ছিল।
What's Your Reaction?