Tripura : পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হলেন স্মৃতি রেখা চাকমা এবং চিত্তরঞ্জন মহারাজ : U Bangla TV

Tripura : পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হলেন স্মৃতি রেখা চাকমা এবং চিত্তরঞ্জন মহারাজ : U Bangla TV

Jan 26, 2024 - 16:00
 0  4

দেশের ৭৫ তম প্রজাতন্ত্র দিবসে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হলেন ত্রিপুরার স্মৃতি রেখা চাকমা এবং চিত্তরঞ্জন মহারাজ!শুক্রবার ২৬ শে জানুয়ারি গোটা দেশের সাথে ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্যেও যথাযথ মর্যাদায় পালিত হলো ৭৫ তম প্রজাতন্ত্র দিবস। ত্রিপুরায় দেশের ৭৫ তম প্রজাতন্ত্র দিবসের মূল অনুষ্ঠানটি হয় আগরতলা আসাম রাইফেলস ময়দানে। সেখানে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। ৭৫ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সমগ্র দেশবাসী ও ত্রিপুরাবাসীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। আগরতলা আসাম রাইফেলস ময়দানে আয়োজিত ৭৫ তম প্রজাতন্ত্র দিবসের মূল অনুষ্ঠানে রাজ্যপালকে অভিবাদন জানান, বিএসএফ, আসাম রাইফেলস, ত্রিপুরা স্টেট রাইফেলস জওয়ানরা, মহিলা প্ল্যাটুন, ত্রিপুরা পুলিশ, মহিলা আরক্ষা বাহিনী, ফরেস্ট প্ল্যাটুন, এবং হোম গার্ড বাহিনী। তাছাড়াও কুচকাওয়াজে অংশ নেয় এনসিসি ছেলে এবং মেয়েরা, স্কাউট এন্ড গাইডস, সিভিল ডিফেন্স ও আসাম রাইফেলস পাবলিক স্কুল। অনুষ্ঠানে ২০২৪ সালের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে যে সমস্ত পুলিশ অফিসার ও পুলিশ কর্মীগণ রাষ্ট্রপতির অনুমোদনে বিভিন্ন পদকে ভূষিত হয়েছেন তাদের নাম ঘোষণা করা হয়। পরিশেষে কুচকাওয়াজে প্যারেডে যেসব বাহিনীরা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন তাদেরকে পুরস্কৃত করলেন রাজ্যপাল। তারপর দেশের ৭৫ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বক্তব্য রাখলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। দেশের ৭৫ তম প্রজাতন্ত্র দিবসে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হলেন ত্রিপুরার স্মৃতি রেখা চাকমা এবং চিত্তরঞ্জন মহারাজ। #tripura #tripuranews #banglanews #newstoday  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow