Tripura : দিল্লিতে মৌ স্বাক্ষরের পর আনন্দে আত্মহারা ত্রিপুরার উপজাতি মানুষরা : U Bangla TV

Tripura : দিল্লিতে মৌ স্বাক্ষরের পর আনন্দে আত্মহারা ত্রিপুরার উপজাতি মানুষরা : U Bangla TV

Mar 3, 2024 - 15:45
 0  2

নয়া দিল্লিতে ভারত সরকারের সাথে তিপ্রামথা দলের ঐতিহাসিক চুক্তিতে স্বাক্ষরের পর নিজের সামাজিক মাধ্যমে এসে প্রতিক্রিয়া দিলেন তিপ্রামথা দলের সুপ্রিমো প্রদ্যোত কিশোর মানিক্য দেববর্মন। এক ভিডিও বার্তায় প্রদ্যোত কিশোর মানিক্য দেববর্মন বলেছেন, তিনি না থাকলে এই ঐতিহাসিক চুক্তিতে স্বাক্ষর হতো না।ত্রিপুরার জনজাতি মানুষদের অধিকার পূরণ করতে চুক্তি করল ভারত সরকার, চুক্তি স্বাক্ষরে সীলমোহর দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ত্রিপুরার সকল জনজাতি মানুষের উদ্দেশ্যে তিপ্রামথা দলের সুপ্রিমো প্রদ্যোত কিশোর মানিক্য দেববর্মণ বললেন, সবাই আনন্দ উপভোগ করলেও শান্তিপূর্ণভাবে যাতে সবাই একত্রিত হয়ে পালন করে তার জন্য প্রত্যেকের কাছে অনুরোধ রেখেছেন তিনি।ত্রিপাক্ষিক চুক্তি সাক্ষরের খুশিতে আনন্দ উল্লাস করে ঘরমুখি হয়েছেন তিপ্রামথা দলের নেতা, কর্মী, ও সমর্থকরা। শনিবার ভারতের রাজধানী দিল্লিতে ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের খবর পেয়ে আনন্দ উল্লাস করতে শুরু করে ত্রিপুরা বড়মুড়া হতাইকতর অনশন স্থলে তিপ্রামথা দলের নেতা,কর্মী, ও সমর্থকরা। দিন ঘনিয়ে বিকেল হতেই ধিরে ধিরে ঘর মুখি হওয়ার চিত্র পরিলক্ষিত হয় তিপ্রামথা দলের নেতা,কর্মী ও সমর্থকদের মধ্যে ত্রিপুরা বড়মুড়া হতাইকতর এলাকায়। এদিকে লোক সমাগম এতটাই ছিল যার ফলে অসম-আগরতলা জাতীয় সড়কে দুই ধারে বহু সংখ্যক যাত্রীবাহি এবং পণ্যবাহী গাড়ি দীর্ঘ কয়েক ঘন্টা আটকে ছিল। পরে দীর্ঘ কয়েক ঘন্টা পর রাস্তায় যান চলাচল স্বাভাবিক হয় বলে জানা গিয়েছে। #tripura #tripuranews #newstoday #banglanews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow