Tripura : দারিদ্রতাকে হার মানিয়ে সফলতার শীর্ষে ক্রিকেটার সেন্টু সরকার : U Bangla TV
Tripura : দারিদ্রতাকে হার মানিয়ে সফলতার শীর্ষে ক্রিকেটার সেন্টু সরকার : U Bangla TV
দারিদ্রতাকে হার মানিয়ে সফলতার শীর্ষে ক্রিকেটার সেন্টু সরকার!ঘরে নিত্য দিনের অভাব। তবু শুধু অদম্য জেদ আর ইচ্ছাশক্তির জেরে অনেকটাই এগিয়ে গেল ঊনকোটি ত্রিপুরা জেলা কৈলাশহরের প্রতিভাবান ক্রিকেটার সেন্টু সরকার। নামটা অনেকের কাছেই অপরিচিত হলেও সে আজ ত্রিপুরা ক্রিকেট দলের দায়িত্বভার নিয়ে সি কে নাইডু ক্রিকেট টুর্নামেন্টে ত্রিপুরা দলের অধিনায়কের দায়িত্বভার পাওয়ায় খুশি কৈলাশহরের ক্রীড়া প্রেমি মানুষ সহ ত্রিপুরার সব অংশের জনগণ। কৈলাশহর পুর পরিষদ এলাকার ১৩ নং ওয়ার্ডের কালিপুর এলাকার বাসিন্দা সেন্টু সরকারের পিতা সুনীল সরকার আজ থেকে প্রায় ১০ বৎসর আগে হৃদরোগে আক্রান্ত হয়ে যখন মারা যান তখন সংসারের সমস্ত দায়িত্ব সামলায় সেন্টু সরকার । তার মা বিল্ল রাণী সরকার সহ ভাই মন্টু সরকার ও বোন শ্রাবণী সরকারের পড়াশোনার জন্য বাবার নিত্যদিনের পুরোনো কাপড়ের ব্যবসা শুরু করে সেন্টু। সেই পুরোনো কাপড় বিক্রি করে যা আয় হত তা দিয়েই চলতো তাদের সংসার। অভাবের সংসারে মাঝ পথেই সেন্টুকে পড়াশোনা ছাড়তে হয়।তবে পড়াশোনা থেকে সেন্টু নিজেকে সরিয়ে নিলেও ক্রিকেট মাঠ ছাড়তে পাড়েনি সেন্টু। কাজের ফাঁকে প্রতিদিন মাঠে ত্রিপুরা দলের হয়ে ক্রিকেট খেলতে ঘাম ঝড়িয়েছে সেন্টু। আর তাই প্রচন্ড ইচ্ছাশক্তি ও ক্রিকেটকে আপন করে নিয়ে পিচঢালা পথেও এগিয়ে গেছে সেন্টু। তবে, ভাই কিংবা বোনের পড়াশোনার জন্য কখনো কোনো অভাব রাখেনি সেন্টু। সেন্টুর ভাই মন্টু সরকার বর্তমানে সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার আর বোন কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের ছাত্রী। প্রসঙ্গ উল্লেখ্য যে, আগামী ৭ জানুয়ারি ২০২৪ ত্রিপুরাতে অনুষ্ঠিত হবে সি কে নাইডু ট্রফির প্রথম খেলা। প্রাথমিকভাবে দুটি খেলার ইতিমধ্যে অধিনায়ক নির্বাচন করা হয়েছে। অধিনায়ক করা হয়েছে ত্রিপুরা কৈলাশহরের ছেলে সেন্টু সরকারকে, আর যার জন্য গর্ববোধ করছেন গোটা ত্রিপুরার মানুষ। #tripura #tripuranews #banglanews #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?