Tripura : ত্রিপুরার ঐতিহ্যবাহী নীরমহলে পর্যটকদের উপচে পড়া ভিড় : U Bangla TV

Tripura : ত্রিপুরার ঐতিহ্যবাহী নীরমহলে পর্যটকদের উপচে পড়া ভিড় : U Bangla TV

Dec 26, 2023 - 17:43
 0  1

ত্রিপুরার ঐতিহ্যবাহী নীরমহলে পর্যটকদের উপচে পড়া ভিড়!আর কয়েকদিন পরেই ২০২৩ বছরকে বিদায় জানিয়ে ২০২৪ নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত সকলে। মঙ্গলবার ২৬ শে ডিসেম্বর ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র মেলাঘরে অবস্থিত ঐতিহ্যবাহী নীরমহলে রাজ্য ও বহিঃরাজ্যের মানুষেদের ব্যাপক ভিড় পরিলক্ষিত হয়েছে। এই পর্যটন কেন্দ্রটির উন্নয়নে কেন্দ্রীয় ও ত্রিপুরা সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিভিন্ন স্কুলের পরীক্ষা শেষ হলেই পর্যটকদের সংখ্যা আরো বেড়ে যাবে বলে ধারণা সিপাহীজলা ত্রিপুরা জেলা মেলাঘর রুদ্রসাগর উদ্বাস্তু ফিসারম্যান সমবায় সমিতি কতৃপক্ষের। শীত মানেই পিকনিক ,শীত মানেই পরিবার সহ ঘুরতে বেড়ানো। প্রত্যেক মানুষের জীবনের একঘেয়েমি কাটিয়ে বৎসরান্তে এই সময়টায় পরিবার সহ ঘুরে বেড়াতে চান অনেকেই। আর তাদের অন্যতম পর্যটন কেন্দ্র হয়ে থাকে ত্রিপুরার অন্যতম পর্যটন কেন্দ্র সোনামুড়া মহকুমার মেলাঘরের ঐতিহ্যবাহী নীরমহল। শীতের পরশ গায়ে মেখে পরিযায়ী পাখিদের কলতান শুনতে শুনতে নৌকা বিহারে জলের মধ্যখানে থাকা নীরমহলের দর্শন যেন এক অপূর্ব অন্য অনুভূতি। তাইতো বছরের এই সময়টাতে ত্রিপুরার পর্যটকদের পাশাপাশি বহিঃরাজ্যের পর্যটকদেরও ভিড় লক্ষ্য করা যায় সিপাহীজলা ত্রিপুরা জেলা মেলাঘরে অবস্থিত রুদ্রসাগরের জলের মাঝখানে থাকা ত্রিপুরার শেষ রাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের নীরমহল পরিদর্শনে। #tripura #tripuranews #newstoday #banglanews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow