Tripura : ড্রাইভিং লাইসেন্সবিহীন যানবাহন চালকদের দৌরাত্ম্য তেলিয়ামুড়া জুড়ে : U Bangla TV
Tripura : ড্রাইভিং লাইসেন্সবিহীন যানবাহন চালকদের দৌরাত্ম্য তেলিয়ামুড়া জুড়ে : U Bangla TV
জানা গিয়েছে, খোয়াই ত্রিপুরা জেলা তেলিয়ামুড়া থানাধীন রাংখল এলাকার বাসিন্দা বিরবল জমাতিয়া তার কোন ড্রাইভিং লাইসেন্স না থাকা সত্ত্বেও একটি নম্বরবিহীন R15 বাইক নিয়ে অসম-আগরতলা জাতীয় সড়ক ধরে কোথাও যাচ্ছিল। সেই সময় অপরদিক থেকে আসা TR03C4286 নম্বরের একটি যাত্রীবাহী অটো গাড়ির সঙ্গে তার বাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়, এবং এতে বাইক সহ বাইক চালক ছিটকে গিয়ে পড়ে জাতীয় সড়ক ধরে যাওয়া TR01P1605 নম্বরের একটি সবজি বোঝাই বোলেরো গাড়ির উপর। এতে আহত হয় ওই বাইক চালক। তড়িঘড়ি অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আহত ওই বাইক চালককে উদ্ধার করে নিয়ে যায় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে এবং সেখানেই তার চিকিৎসা শুরু হয়। এদিকে, দুর্ঘটনাগ্রস্থ বাইকটির যে অটো গাড়িটির সঙ্গে সংঘর্ষ হয়েছে সেই অটো গাড়িটির চালক গাজেন কাইপেং এর ও ড্রাইভিং লাইসেন্স নেই। জানা যায়, সে ড্রাইভিং লাইসেন্স ছাড়াই অটো গাড়িটিকে তৈদু থেকে চালিয়ে তেলিয়ামুড়ার উদ্দেশ্যে নিয়ে আসে। তৎক্ষণাৎ এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামুড়া থানার পুলিশ, এবং ঘটনাস্থল থেকে দুর্ঘটনাগ্রস্থ বাইকটি সহ ওই অটো গাড়িটি ও সবজি বোঝাই বোলেরো গাড়িটিকে ঘটনাস্থল থেকে নিয়ে আসে তেলিয়ামুড়া থানায়। এখন বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে কিভাবে টাফিক পুলিশের চোখ ফাঁকি দিয়ে ড্রাইভিং লাইসেন্স বিহীন অবস্থায় বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করছে গোটা তেলিয়ামুড়া জুড়ে?#tripura #tripuranews #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?