Tripura : ক্রেতা -বিক্রেতা সম্মেলনে ত্রিপুরার মুখ্যমন্ত্রী |
Tri[pura : ক্রেতা -বিক্রেতা সম্মেলনে ত্রিপুরার মুখ্যমন্ত্রী
সোমবার আগরতলা গোর্খাবস্তিস্থিত প্রজ্ঞা ভবনে ত্রিপুরার কৃষি উদ্যান ফসলের উপর জাতীয় সম্মেলন সহ ক্রেতা- বিক্রেতা বৈঠক অনুষ্ঠিত হয়। এদিন চারা গাছে জল সেঞ্চন করে বৈঠকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উপস্থিত ছিলেন ত্রিপুরার কৃষি ও বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ সহ অন্যান্যরা। এদিনের বৈঠক শেষে প্রতিনিধিবৃন্দ নাগিছড়া হর্টিকালচার রিসার্চ কমপ্লেক্স পরিদর্শন করেন। এদিন বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন, ত্রিপুরা রাবার, বাঁশ, প্রাকৃতিক গ্যাস সহ অন্যান্য প্রাকৃতিক সম্পদে ভরপুর। ফুল, ফল সহ বিভিন্ন ফসলের উৎপাদনে বর্তমানে নতুন উদ্যমে এগিয়ে চলেছে ত্রিপুরা। আনারস, কাঁঠাল এবং সুগন্ধি লেবু ত্রিপুরার পরিচিতিকে দেশ এবং দেশের বাইরে নতুন ভাবে মেলে ধরেছে #breakingnews #newstoday #tripura #maniksaha #tripuranews #today_breaking_news #newslive @ubanglatvofficial
What's Your Reaction?