Tripura : একাধিক রাবার চাষীর রাবার গাছ কেটে ধ্বংস করার অভিযোগ

Tripura : একাধিক রাবার চাষীর রাবার গাছ কেটে ধ্বংস করার অভিযোগ

Jul 6, 2023 - 12:20
 0  6

দক্ষিন ত্রিপুরা জেলা সাতচাঁদ আর.ডি. ব্লকের অন্তর্গত সাব্রুম থানার অধীন জলেফা এলাকায় শংকর দে এবং রাজীব দে নামে দুই দরিদ্র রাবার চাষীর রাবার গাছ কেটে নষ্ট করে দেওয়ার ঘটনা সংঘটিত করল দুষ্কৃতিকারীরা। পূর্ব জলেফার ২নং ওয়ার্ড এলাকার শংকর দে নামে এক রাবার চাষীর প্রায় ৫০০ রাবার গাছ কেটে নষ্ট করে দেয় দুষ্কৃতিকারীরা অভিযোগ। সকালে ক্ষতিগ্রস্থ রাবার চাষী রাবার বাগানে গিয়ে এই ঘটনা পরিলক্ষিত করেন, তার আনুমানিক তিন বছরের রাবার গাছের চারা কেটে নির্মমভাবে মাটিতে শবদেহের মত শুইয়ে দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্থ রাবার বাগানের মালিক শংকর দে ভোরবেলা রাবার বাগানে গিয়ে এই দৃশ্য পরিলক্ষিত করে হতাশাগ্রস্ত হৃদয়ে এক প্রকার অচৈতন্য হয়ে মাটিতে পড়ে যান। পাশের রাবার বাগানের কর্মচারীরা বিষয়টি পরিলক্ষিত করে চিৎকার-চেঁচামেচি শুরু করলে বাড়ির লোকজন ছুঁটে আসেন এবং কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। বিষয়টি নিয়ে সাব্রুম থানায় মামলা দায়ের করা হবে বলে জানানো হয় ক্ষতিগ্রস্থ রাবার বাগানের পরিবারের পক্ষ থেকে। অপরদিকে সাব্রুম থানার অধীন রানির বাজার এলাকার রাজীব দে নামে এক রাবার চাষীর আনুমানিক ২৫০ টি রাবার গাছ কুড়াল এবং দা দিয়ে কেটে নষ্ট করে দুষ্কৃতিকারীরা। সকালবেলা বাগানের কর্মচারী এবং মালিক রাবার বাগানে গিয়ে এই হৃদয়বিদারক ঘটনা পরিলক্ষিত করে এবং সংবাদমাধ্যমকে বিষয়টি সম্বন্ধে অবগত করেন। এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষতিগ্রস্ত রাবার চাষি রাজীব দে সাব্রুম থানায় লিখিতভাবে মামলা দায়ের করেন বলে জানা গেছে। #breakingnews #newstoday #banglanews #tripura #tripuranews #today_breaking_news #newslive  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow