Tripura : ঋষি অরবিন্দের জন্ম সার্ধশতবর্ষ উপলক্ষ্যে এক বৃক্ষরোপণ কর্মসূচি

Tripura : ঋষি অরবিন্দের জন্ম সার্ধশতবর্ষ উপলক্ষ্যে এক বৃক্ষরোপণ কর্মসূচি

Aug 1, 2023 - 16:35
 0  7

পরিবেশ রক্ষা এবং মানুষের বাঁচার জন্য গাছ একান্ত প্রয়োজন! বললেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার!

মঙ্গলবার আগরতলা অরবিন্দ সংঘের ৬৯তম প্রতিষ্ঠা দিবস, ঋষি অরবিন্দের জন্ম সার্ধশতবর্ষ এবং ভারতবর্ষের ৭৭ তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে আগরতলা অরবিন্দ সংঘ ক্লাব প্রাঙ্গনে এক বৃক্ষরোপণ উৎসবের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার,৩৯ নম্বর আগরতলা পুর নিগম ওয়ার্ডের কর্পোরেটর অলক রায় সহ অন্যান্যরা। আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, গাছ অত্যন্ত প্রয়োজনীয়। বিশেষ করে প্রকৃতি পরিবেশকে রক্ষা করার জন্য এবং মানুষের বাঁচার জন্য গাছ অত্যন্ত প্রয়োজনীয়। কারণ, গাছ থেকে আমরা অক্সিজেন পাই।

আগরতলা অরবিন্দ সংঘ ক্লাব সমাজের প্রতি সামাজিক দায়িত্ব বা কর্তব্য হিসেবে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান করে থাকেন। আগরতলা অরবিন্দ সংঘ ক্লাব আজকে শুধু তাদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যেই বৃক্ষরোপণ কর্মসূচি করেনি, প্রতি বছরই বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে ও আগরতলা অরবিন্দ সংঘ ক্লাব এই বৃক্ষরোপন কর্মসূচি করে থাকে বলে জানালেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। #tripuranews #tripura #tripuradailynews #banglanews #kolkatanews #westbengal #westbengalnews #newslive #newstoday #breakingnews #today_breaking_news #viralnews #viralnewslive  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow