Tripura : আশা কর্মীকে মারধোরের ঘটনার অভিযোগে অভিযুক্তকে গ্রেফতারের দাবি : U Bangla TV
Tripura : আশা কর্মীকে মারধোরের ঘটনার অভিযোগে অভিযুক্তকে গ্রেফতারের দাবি : U Bangla TV
জানা যায়, রবিবার রাতে রাজীব সাহা নামে আগরতলা মাস্টার পাড়া এলাকার এক ব্যক্তি লক্ষ্মী দেবনাথ পাল নামে এক আশা কর্মী ও তার কন্যাকে মারধোর করে বলে অভিযোগ করে বললেন এলাকাবাসী। লক্ষ্মী দেবনাথ পাল নামে আক্রান্ত ওই আশা কর্মী আগরতলা মাস্টার পাড়া এলাকার অভিযুক্ত রাজীব সাহার বাড়িতে ভাড়াটিয়া শিশুদের পালস পোলিও দেওয়ার জন্য গিয়েছিলেন। সেই অপরাধে রাত্রে ওই আশা কর্মীকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে রাজীব সাহা। তখন লক্ষ্মী দেবনাথ পাল নামে ওই আশাকর্মী ঘর থেকে বের হয়ে এসে অভিযুক্ত রাজীব সাহার বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলেই আশাকর্মী এবং উনার কন্যাকে মারধোর করে রাজীব সাহা। রাতেই পুলিশকে এই ঘটনা জানানো হয়। কিন্তু, অভিযুক্ত রাজীব সাহার ছোট ভাই শাসক দল বিজেপি কর্মী হওয়ার সুবাদে পুলিশ অভিযুক্ত রাজীব সাহার বিরুদ্ধে কোনরকম পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করে বললেন এলাকাবাসীরা। ফলে সোমবার বাধ্য হয়ে এলাকাবাসী সহ আক্রান্ত আশা কর্মী লক্ষ্মী দেবনাথ পাল আগরতলা পশ্চিম থানায় অভিযুক্ত রাজীব সাহাকে গ্রেফতারের দাবিতে ডেপুটেশন দিতে আসে। প্রসঙ্গত, ইতিপূর্বে আরেক মহিলাকে মারধোরের ঘটনায় অভিযুক্ত রাজীব সাহার বিরুদ্ধে আদালতে সাক্ষী দিয়েছিলেন আক্রান্ত আশাকর্মী লক্ষ্মী দেবনাথ পাল। সেজন্যই আশাকর্মী লক্ষ্মী দেবনাথ পালের উপর অভিযুক্ত রাজীব সাহা এই হামলা চালায় বলে এলাকাবাসীর অভিমত। এখন দেখার বিষয় অভিযুক্ত রাজীব সাহাকে পুলিশ গ্রেফতার করে কি ধরনের শাস্তি প্রদান করে সেই দিকেই তাকিয়ে রয়েছে আক্রান্ত আশা কর্মী লক্ষ্মী দেবনাথ পাল সহ গোটা এলাকাবাসী। #tripura #tripuranews #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?