Tripura : আজ রাষ্ট্রীয় শোক ঘোষণা : U Bangla TV
Tripura : আজ রাষ্ট্রীয় শোক ঘোষণা : U Bangla TV
প্রয়াত ত্রিপুরার জনপ্রিয় বিধায়ক সুরজিৎ দত্ত! শোকাহত ত্রিপুরার মুখ্যমন্ত্রী! আজ রাষ্ট্রীয় শোক ঘোষণা!মৃত্যুর সাথে যুদ্ধে অবশেষে হার মারলেন আগরতলা রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুরজিৎ দত্ত। রাত আনুমানিক ১১ টা ২৫ মিনিটে কোলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন। উনার মৃত্যুর সংবাদে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। ৭ বারের বিধায়ক সুরজিৎ দত্ত জীবনে মাত্র দুবার পরাজিত হয়েছিলেন। প্রথমবার তিনি সিপিআইএম দলের প্রার্থী রতন দাসের কাছে ২০১৩ সালে প্রথম দফার গণনা শেষে মাত্র ৬৪ ভোটে পরাজিত হয়ে গণনা কেন্দ্র ছেড়ে বেরিয়ে এসেছিলেন। আজ দ্বিতীয়বার তিনি পরাজিত হয়েছেন মৃত্যুর কাছে। এছাড়া সুরজিৎ দত্তকে কোনদিন কেউ হারাতে পারেননি। ত্রিপুরা আগরতলা রামনগর বিধানসভা কেন্দ্র থেকে ১৯৮৮, ১৯৯৩, ১৯৯৮, ২০০৩, ২০০৮,২০১৮ এবং ২০২৩ সালে তিনি ৭বার জয়ী হয়েছিলেন। আগরতলা রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুরজিৎ দত্ত বেকারদের কাছে ভগবান ছিলেন। ১৯৮৮ সালে কংগ্রেস জোট সরকারের মন্ত্রী থাকাকালীন সময়ে তিনি রেকর্ড সংখ্যক চাকরি দিয়ে বেকারদের মুখে হাসি ফুটিয়েছিলেন। এছাড়াও অন্নপ্রাশন থেকে শুরু করে শ্রাদ্ধ, বিয়ে থেকে চিকিৎসা প্রতিটি ক্ষেত্রেই তিনি গরিব মানুষের সহযোগিতা করে গেছেন। তার দরবার থেকে কেউ কোনদিন খালি হাতে ফিরেনি। যার জন্য ত্রিপুরার ৬০টি বিধানসভা কেন্দ্রে সুরজিৎ দত্তের ঘনিষ্ঠ সমর্থক রয়েছে। বিধায়ক সুরজিৎ দত্তের প্রয়াণে গভীর শোক ব্যক্ত করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বৃহস্পতিবার একদিনের জন্য রাষ্ট্রীয় শোকের ঘোষণা দেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী ছাড়াও ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব, পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, ত্রিপুরা প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত সহ সকল রাজনৈতিক নেতৃত্বরা বিধায়ক সুরজিৎ দত্তের মৃত্যুতে গভীর শোক ব্যক্ত করেছেন। #tripura #tripuranews #banglanews #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?