Tripura : অঙ্গনওয়ারি কেন্দ্র দীর্ঘদিন বন্ধ হওয়ার পরিপ্রেক্ষিতে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ : U Bangla TV
Tripura : অঙ্গনওয়ারি কেন্দ্র দীর্ঘদিন বন্ধ হওয়ার পরিপ্রেক্ষিতে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ : U Bangla TV
অঙ্গনওয়ারি কেন্দ্র দীর্ঘদিন যাবৎ বন্ধ হওয়ার পরিপ্রেক্ষিতে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ প্রদর্শন এলাকাবাসীর!উত্তর ত্রিপুরা জেলা পানিসাগর মহকুমার অন্তর্গত দক্ষিণ পদ্মবিল পাঁচ নং ওয়ার্ডের অন্তর্গত মুসলিম পাড়া অঙ্গনওয়ারি কেন্দ্রটি বিগত মহামারী করোনা চলাকালীন সময় থেকে প্রায় চার বৎসর যাবৎ বন্ধ হওয়ার ফলে ওই এলাকার ৩০ জনের মতো শিশু নিবিড় শিশু উন্নয়ন প্রকল্পের ছয়টি পরিষেবা থেকে বঞ্চিত বলে এলাকাবাসীর অভিযোগ।স্থানীয় এলাকাবাসীরা জানিয়েছেন, বিগত কোভিড চলাকালীন সময়ে ওই অঙ্গনওয়ারি সেন্টারের দায়িত্ব প্রাপ্ত কর্মী বিজয়া নাথের বাড়িতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটিকে অস্থায়ীভাবে স্থানান্তর করা হয়। কিন্ত, বর্তমানে চার বৎসর অতিক্রান্ত হলেও অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি পুনরায় চালু করার কোনো উদ্যোগ গ্রহন করেনি সংশ্লিষ্ট দপ্তর। এই নিয়ে এলাকাবাসীরা স্থানীয় গ্রাম প্রধান, মেম্বরকে জানিয়ে ও কাজ হয়নি।এতে করে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি থেকে প্রায় সাতশো মিটার দূরত্বে বিজয়া নাথের বাড়িতে গিয়ে এলাকার কচিকাঁচা ছাএ-ছাএিরা অনেক কষ্ট করে পড়াশোনা করছিলেন। এরই ফলশ্রুতিতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটির দায়িত্বে থাকা কর্মী বিজয়া নাথ এবং হেল্পার অর্চনা নাথের বিরুদ্ধে এলাকাবাসীরা ক্ষোভ জানিয়ে এক প্রকার বাধ্য হয়ে স্থানীয় সংবাদ মাধ্যমের নিকট দ্বারস্থ হয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটিকে পুনয়ার চালু করার জন্য আর্জি জানিয়ে সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কতৃপক্ষের নিকট দৃষ্টি আকর্ষণ করছেন। #tripuranews #tripura #banglanews #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?