Tripura : হারিয়ে যাওয়া দুই নাবালক শিশুকে পরিবারের হাতে তুলে দিলেন পুলিশ : U Bangla TV
Tripura : হারিয়ে যাওয়া দুই নাবালক শিশুকে পরিবারের হাতে তুলে দিলেন পুলিশ : U Bangla TV
মুম্বাই থেকে উদ্ধার করে, হারিয়ে যাওয়া দুই নাবালক স্কুল পড়ুয়াকে তাদের পরিবারের হাতে তুলে দিলেন পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার ড: কিরণ কুমার কে। ঘরের ছেলেরা ঘরে ফিরে আসায় খুশি দুই পরিবারের লোকজনেরা। পরিবার-পরিজনদের ছেড়ে দিয়ে মুম্বাই কাজের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল আগরতলা হিন্দি স্কুলের দুই অষ্টম শ্রেণির ছাত্র। তারা হলেন, পৃথিবী দেববর্মা, বাড়ি, আগরতলা উজান অভয়নগর এলাকায়। এবং ওমকার চক্রবর্তী, বাড়ি, আগরতলা দুর্গা চৌমুহনি এলাকায়। সংবাদ মাধ্যমে দুই নাবালক ছাত্রের নিখোঁজ হওয়ার ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বিষয়টি নজরে আসে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার। তিনি তদন্তের জন্য ত্রিপুরা পুলিশকে নির্দেশ দিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়ে তদন্ত শুরু করে ত্রিপুরা পুলিশ। পুলিশ ভারতের বিভিন্ন রাজ্যে দুই নাবালক ছাত্রের ছবি পাঠায়। ছবি দেখে গত মঙ্গলবার দুপুরে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজী রেলওয়ে স্টেশন থেকে রেল পুলিশ দুই নাবালক ছাত্রকে উদ্ধার করে ত্রিপুরা পুলিশকে খবর দেয়। বুধবার দুই নাবালক ছাত্রের আত্মীয়-পরিজনদের সাথে নিয়ে ত্রিপুরা পুলিশের একটি দল মুম্বাই যায় এবং দুই নাবালক ছাত্রকে উদ্ধার করে বিমানে করে ত্রিপুরায় নিয়ে আসে। এরপর পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার ড: কিরণ কুমার কে দুই নাবালক ছাত্রকে তাদের পরিবার-পরিজনদের হাতে তুলে দিলেন। দুই নাবালক ছাত্রের হাতে চকলেট এবং ফুল তুলে দিলেন পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার ড: কিরণ কুমার কে। #tripura #tripuranews #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?