Tripura : সুদীপ রায় বর্মনকে বিস্ফোরক মন্তব্য করলেন রাজীব ভট্টাচার্য
Tripura : সুদীপ রায় বর্মনকে বিস্ফোরক মন্তব্য করলেন রাজীব ভট্টাচার্য
ত্রিপুরা প্রদেশ বিজেপিতে যোগদানের হিড়িক লেগেছে। বিরোধী দলের নেতা, সমর্থকরা হতাশাগ্রস্ত হয়ে যোগ দিচ্ছেন বিজেপিতে। আগরতলা নেতাজি স্কুল প্রাঙ্গণে মেগা যোগদান সভার পর আগরতলা ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের অ্যাডভাইজার চৌমুহনীতে অনুষ্ঠিত হয় আরেক'টি যোগদান সভা। এই যোগদান সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, সদর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য , ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুরজিত দত্ত সহ অন্যান্যরা। এদিন কংগ্রেস, সিপিআইএম দল সহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রায় ৬৫০ জন নেতা,কর্মী বিজেপিতে যোগদান করেন। তাদের সবাইকে বিজেপির দলীয় পতাকা হাতে দিয়ে দলে বরণ করে নেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। এদিনের যোগদান সর্বশেষে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, দুই থেকে তিনদিন আগে ত্রিপুরার পবিত্র বিধানসভায় কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন গঙ্গাজল নিয়ে প্রবেশ করে সমস্ত জায়গায় গঙ্গাজল ছিটিয়ে ছিলেন। বিজেপি বিধায়ক সুরজিৎ দত্তকে উক্তি করে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন বলেছিলেন এটা গঙ্গাজল নয় এসিড। পরবর্তী সময় কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের কোয়ার্টারের সামনে ও কিছু মহিলারা গিয়ে কোয়ার্টারকে পবিত্র করে করার জন্য গঙ্গাজল ছিটিয়ে ছিলেন। এই রাজনৈতিক ইতিহাসে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন যে কলঙ্কময় অধ্যায় রচনা করেছিলেন এটা গঙ্গাজল দিয়ে পরিষ্কার হবে না, নর্দমার জল কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনকে ছিটালে তবেই উনি শুদ্ধ হবেন বললেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। #breakingnews #newstoday #tripura #tripuranews #bjp #newslive #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?