Tripura : রাস্তা তো নয় যেন নদী

Tripura : রাস্তা তো নয় যেন নদী

Jul 1, 2023 - 17:50
 0  3

রাস্তার উপর জল জমে এখন রাস্তা থেকে নদীতে পরিণত হয়েছে। গ্রামীন এলাকার সবচেয়ে উল্লেখযোগ্য এবং নিকটবর্তী সিপাহীজলা ত্রিপুরা জেলা সোনামুড়া বাজার। এই রাস্তাটি হল কাঠালিয়া আর. ডি. ব্লকের অন্তর্গত বেজিমারা গ্রাম পঞ্চায়েতের মাদ্রাসা সংলগ্ন চার নম্বর ওয়ার্ডের রাস্তা। এই রাস্তাটির একদিকে রয়েছে স্কুল আবার অন‍্যদিকে রয়েছে সোনামুরা বাজার। স্কুলের ছাত্র-ছাত্রী সহ শিক্ষক-শিক্ষিকারা এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয় বেজিমারা উচ্চ মাধ্যমিক স্কুলে। আবার অন্যদিকে এলাকার লোকজন তাদের কৃষিজ ও পণ্য সামগ্রী সোনামুড়া বাজার নিয়ে যেতে এই রাস্তাটিকে ব্যবহার করতে হয়। কিন্তু, সামান্য বৃষ্টি হলে রাস্তার জমানো জলকে সরানোর জন্য ব্যবস্থা নিচ্ছে না স্থানীয় গ্রাম পঞ্চায়েত অভিযোগ এলাকাবাসীর। পঞ্চায়েতের গ্রাম প্রধান থেকে শুরু করে আধিকারিকদের বারবার জানানোর পরও রাস্তার জমানো জল সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়ার জন্য কোন ব্যবস্থা গ্রহণ করছে না বলে অভিযোগ এলাকাবাসীর। যার ফলে সামান্য বৃষ্টি হলে রাস্তার এই জায়গাটিতে তিন থেকে চার দিন বা এক সপ্তাহ ধরে জল জমে থাকে। যার ফলে দুর্ভোগের শিকার হতে হয় গ্রামীণ এলাকার মানুষ, স্কুল, কলেজের ছাত্র-ছাত্রী সহ শিক্ষক-শিক্ষিকারা এবং যানবাহন ও পথচারীদের।রাস্তাটিতে প্রতিনিয়ত জল জমে থাকার কারনে ছোট, বড় যান দুর্ঘটনা হচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ। স্থানীয় লোকজন এবং সাধারণ পথচারীরা দাবি করেছেন, অবিলম্বে রাস্তাটি মেরামত করে চলাচলের উপযুক্ত ব্যবস্থা করতে সংশ্লিষ্ট দপ্তর যেন শীঘ্রই পদক্ষেপ গ্রহণ করে। #breakingnews #tripurabreaking #banglanews #viralvideo #newstoday #todaybreaking #sonamura  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow