Tripura : রাম মন্দিরকে কেন্দ্র করে রাম, লক্ষ্মণ, সীতা এবং হনুমানকে নিয়ে বিশাল জনসভা : U Bangla TV

Tripura : রাম মন্দিরকে কেন্দ্র করে রাম, লক্ষ্মণ, সীতা এবং হনুমানকে নিয়ে বিশাল জনসভা : U Bangla TV

Jan 14, 2024 - 14:01
 0  3

অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে রাম,লক্ষ্মণ, সীতা এবং হনুমানকে নিয়ে বিশাল জনসভা!আগামী ২২শে জানুয়ারী অযোধ্যায় বহু প্রতীক্ষিত রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে ত্রিপুরার রাম ভক্ত মানুষরা বিভিন্ন জায়গা থেকে এক বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে রাম, লক্ষ্মণ, সীতা এবং হনুমান সেজে আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে এসে জমায়েত হয়ে একটি বিশাল জনসভার আয়োজন করে। এই জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার শান্তি কালী আশ্রমের চিত্ত মহারাজ, গয়ামনি ব্রহ্মচারি কার্তিক প্রভু সহ অন্যান্যরা। এই সভাতে এইদিন শান্তি কালী আশ্রমের চিত্ত মহারাজ ভাষণ রাখতে গিয়ে বলেন, আগামী ২২শে জানুয়ারি অযোধ্যায় রাম লালার বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা হবে। অযোধ্যাকে অথর্ববেদে ঈশ্বরের শহর হিসেবে বর্ণনা করা হয়েছে এবং এর সমৃদ্ধিকে স্বর্গের সঙ্গে তুলনা করা হয়েছে।অযোধ্যায় অনেক মহান যোদ্ধা, ঋষি অবতার হয়েছেন। ভগবান রামচন্দ্র ও এখানে জন্মগ্রহণ করেছিলেন। পৌরাণিক কাহিনি অনুসারে, মনু ব্রহ্মাকে নিজের জন্য একটি শহর তৈরি করতে বললে তিনি তাকে বিষ্ণুর কাছে নিয়ে যান। ভগবান বিষ্ণু তাকে সাকেতধামে একটি উপযুক্ত স্থান বললেন। বিষ্ণু ব্রহ্মা ও মনুর সাথে দেবশিল্পী বিশ্বকর্মাকে এই নগরী স্থাপনের জন্য পাঠান। এছাড়া মহর্ষি বশিষ্ঠকেও তাঁর রামাবতারের জন্য উপযুক্ত স্থান খোঁজার জন্য তাঁর সঙ্গে পাঠানো হয়েছিল। এটি বিশ্বাস করা হয় যে লীলা ভূমি বশিষ্ঠ কর্তৃক সরয়ু নদীর তীরে নির্বাচিত হয়েছিল, যেখানে বিশ্বকর্মা শহরটি তৈরি করেছিলেন। #tripura #tripuranews #banglanews #newstoday  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow