Tripura : মুঙ্গিয়াকামী আর.ডি. ব্লকের কাছে তিপ্রামথা দলের ডেপুটেশন!
Tripura : মুঙ্গিয়াকামী আর.ডি. ব্লকের কাছে তিপ্রামথা দলের ডেপুটেশন!
ফলগুলির মধ্যে আনারস একটি বলা চলে। ছোট্ট পাহাড়ি ত্রিপুরা রাজ্যের আনারস এখন কেবল রাজ্যেই নয় সমগ্র দেশ সহ বিদেশের বাজারেও অত্যন্ত চাহিদা সম্পন্ন একটি ফল । টিলাভূমিতে জুম চাষের পাশাপাশি রিয়াং জনজাতি মানুষজনরা আনারস চাষের প্রতি মনোযোগী হয়ে উঠেছে। খোয়াই ত্রিপুরা জেলা মুঙ্গিয়াকামি আর. ডি. ব্লকের অধীনে হাজরাপাড়া এলাকার জনজাতি মানুষজনরা জুম চাষের পাশাপাশি আনারস চাষ করছে। এই এলাকার রিয়াং জনজাতি এক আনারস চাষি কাজিরাং রিয়াং জানান, অন্যান্য বছরের ন্যায় এবছর ও টিলাভূমিতে আনারাস চারা গাছ রোপন করেছেন তিনি। তবে, ওই আনারস চারাগাছগুলি নিজের গাঁটের অর্থ ব্যয় করে ক্রয় করেছেন তিনি। কিছু সরকারি সহযোগিতা ও পেয়েছেন বলে জানান তিনি।
#tripura #tripuranews #tripurabjp #cm
What's Your Reaction?