Tripura : মাত্র ১বছর ১১মাস বয়সে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে জায়গা করে নিল ছোট্ট আদি দেব : U Bangla TV
Tripura : মাত্র ১বছর ১১মাস বয়সে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে জায়গা করে নিল ছোট্ট আদি দেব : U Bangla TV
ধলাই ত্রিপুরা জেলা আমবাসা পূর্ব নলছড়ি এলাকার পার্থ দেব ও নিতুশ্রী দাসের ১ বছর ১১ মাসের ছোট্ট শিশু আদি দেবের বয়স যখন ১৪ মাস, তখন থেকেই আদির মা আদিকে ABC গান করে করে ঘুম পাড়াতেন। আর তখন থেকেই শুরু হয় আদির পড়াশুনা। হঠাৎ করে আদির মা লক্ষ্য করে আদি নিজেও মায়ের সাথে সাথে ভালো রেসপন্স করছে। আর তখনি শুরু হয় একের পর এক শিক্ষা। আদি যখন ১ বছর ১১ মাসের হয় তখন আদি A থেকে Z পূর্ণ শব্দ, ১০ টি ইংরেজিতে জাতীয় নাম, ইংরেজিতে সম্পূর্ণ শরীরের অঙ্গের নাম, ৪ টি ইংরেজি কবিতা ও ৩টি বাংলা কবিতা, ইংরেজিতে ৪৫ টি প্রাণীর নাম, ১০ টি সব্জির নাম, ২০ টি গাড়ির নাম, ৫টি ফুলের নাম,নিজের নাম, মা ও বাবার নাম, বাংলা অ, আ সম্পূর্ণ, ইংরেজিতে ৪৫ টি প্রাণীর নাম, ১২ মাসের নাম ও সপ্তাহের ৭ দিনের নাম। তার সাথে বাংলা ও ইংরেজিতে ২৫ টি পাখির নাম ও বলতে পারে ছোট্ট আদি।আর তখনি ছোট্ট আদির মা-বাবা পরিকল্পনা নেয় যে India Book of Records এ তাদের ছোট্ট শিশুর নাম আবেদন করবে। আর অবশেষে এক বছর এগারো মাসে ভালো করে কথা বলতে না পারলে ও India Book of Records এ নিজের জায়গা বানিয়ে নিয়েছে ছোট্ট শিশু আদি।#tripura #tripuranews #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?