Tripura : ভ্যাকসিন স্বল্পতায় ভুগছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল : U Bangla TV

Tripura : ভ্যাকসিন স্বল্পতায় ভুগছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল : U Bangla TV

Feb 21, 2024 - 13:42
 0  3

খয়াই ত্রিপুরা জেলা তেলিয়ামুড়াতে এক শিশু কুকুরের আক্রমণের শিকার হয়। তারপর তড়িঘড়ি আহত শিশুটির পরিবারের লোকজনরা শিশুটিকে চিকিৎসার জন্য তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসলে হাসপাতাল থেকে কুকুরের কামড়ে আহত শিশুটির পরিবারের লোকজনদের স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়, আহত শিশুটিকে প্রয়োজনীয় প্রতিষেধক দেওয়া যাবে না, কারণ, হাসপাতালে প্রতিষেধক মজুদ নেই। তখন হন্যে হয়ে কুকুরের কামড়ে আহত শিশুটির উদ্বিগ্ন পরিবারের লোকজনরা শিশুটির চিকিৎসার জন্য বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে প্রতিষেধক আনতে হয়েছে বলে জানা গেছে। গোটা বিষয় নিয়ে তেলিয়ামুড়া মহকুমা স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে স্থানীয় সাংবাদিকরা কথা বললে উনার তরফ থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়, বিগত কয়েক মাস ধরে ভ্যাকসিন শূন্যতায় ভুগছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টি নিয়ে কথা বললে ও প্রতিষেধক পাওয়া যায়নি।এদিকে, মানুষকে কুকুর ,বেড়াল, বানর ইত্যাদি আক্রমণ করলে তেলিয়ামুড়া মহাকুমা হাসপাতালে প্রয়োজনীয় প্রতিষেধক না পাওয়ার খবর ছড়িয়ে পড়তেই জনগনের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। এখন দেখার বিষয় উর্ধ্বতন কর্তৃপক্ষ এব্যাপারে কি ব্যবস্থা গ্রহণ করে। #tripura #tripuranews #banglanews #newstoday  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow