Tripura : ভারত-বাংলাদেশ সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশ করতে গিয়ে আটক দুই বাংলাদেশী
Tripura : ভারত-বাংলাদেশ সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশ করতে গিয়ে আটক দুই বাংলাদেশী
সিপাহীজলা ত্রিপুরা জেলা বিশালগড় মহকুমার, সব থেকে দূর্নীতিগ্রস্থ থানা- তথা মধুপুর থানার অন্তর্গত স্থানীয় এলাকায়, ফের অবৈধভাবে, ভারত-বাংলাদেশ সীমান্ত পারাপারের সময়, আটক হয়, বাংলাদেশের যশোর জেলার মমতাজ বেগম এবং মিরা খাতুন নামের দুই বাংলাদেশী মহিলা। জানা গেছে, সম্পর্কে মা এবং মেয়ে এই দুই মহিলা প্রায় এক বছর যাবৎ ভারতে রয়েছে। তারা বেঙ্গালুরুতে থাকত। তাদের মধ্যে একজনের পাসপোর্ট এবং তিন মাসের ভিসা সহ ভারতে প্রবেশ করলেও, দীর্ঘদিন যাবৎ ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে এবং অপরজনের পাসপোর্ট নেই। তাই তারা বাকা পথে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল বলে প্রাথমিকভাবে জানায় তারা। আজ বিএসএফ জওয়ানরা আটককৃত বাংলাদেশী মা ও মেয়েকে, মধুপুর থানার পুলিশের হাতে তুলে দেয়। মধুপুর থানার পুলিশ তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে একটি মামলা নথিভূক্ত করে ঘটনার তদন্ত শুরু করেছে
What's Your Reaction?