Tripura : ভাগ্যে জোটেনি সরকারি ভাতা : U Bangla TV
Tripura : ভাগ্যে জোটেনি সরকারি ভাতা : U Bangla TV
শারীরিক প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও এক যুবতীর ভাগ্যে জোটেনি সরকারি ভাতা। শারীরিক প্রতিবন্ধী ওই যুবতীর পরিবারে নেই-- প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের সরকারি ঘর ও। ত্রিপুরার প্রত্যেকটি ভিলেজ কমিটি, গ্রাম পঞ্চায়েতে-- প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের ঘর প্রদান করা হয়েছে বলে দাবি করা হলেও , ত্রিপুরার সহজ সরল জনজাতিরা এখনো যে লাঞ্চিত-বঞ্চিত, তার প্রমাণ আজকের এই প্রতিবেদন। এক অসহায় মায়ের প্রতিবন্ধী কন্যা সন্তান থাকলেও নেই প্রতিবন্ধী সরকারি ভাতা। নেই প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের সরকারি ঘর। এই দৃশ্য ত্রিপুরার উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার নির্বাচনী কেন্দ্র- তথা খোয়াই ত্রিপুরা জেলা ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত-- খাসিয়ামঙ্গল এলাকায়। এই এলাকার বসবাসরত এক হতদরিদ্র দিব্যাঙ্গ রেশ্মি দেববর্মা। তার প্রতিবন্ধী প্রশংসাপত্র, থাকা সত্বেও, নেই কোন সরকারি সাহায্য সহযোগিতা। অন্য দিকে, নেই প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের একটি ঘর। এ প্রসঙ্গে বলতে গিয়ে এলাকার এক সমাজসেবী জানান ,ছয় বছর বয়স থেকেই কোনো এক কারনে, রেশ্মি দেববর্মার পা বিকল হয়ে বর্তমানে দিব্যাঙ্গের তালিকায় নিজের নাম নথিভুক্ত করেছে। সেই থেকে আজ পর্যন্ত, এই অসহায় পরিবারের ভাগ্যে জোটেনি কোন প্রকারের সরকারি সাহায্য সহযোগিতা। অথচ তাদের এই দুরাবস্থার সময় , পাশে দাঁড়িয়ে সহযোগিতা করার কাওকে পায়নি এই অসহায় পরিবারটি। এমতাবস্থায় সরকারি সহযোগিতাই একমাত্র দাবি এই অসহায় পরিবারের। #tripura #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?