Tripura : বিস্তীর্ণ বনাঞ্চলে বনদস্যুরা ধ্বংস করছে বিভিন্ন মূল্যবান গাছ : U Bangla TV
Tripura : বিস্তীর্ণ বনাঞ্চলে বনদস্যুরা ধ্বংস করছে বিভিন্ন মূল্যবান গাছ : U Bangla TV
প্রাকৃতিক সৌন্দর্যে ভরা বনভূমি ধ্বংস হচ্ছে। বনদস্যুরা তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য বনভূমির মূল্যবান শাল, সেগুন ইত্যাদি গাছ ধ্বংস করছে। এমনই এক ঘটনা ধরা পড়ল সিপাহীজলা ত্রিপুরা জেলা চরিলাম ফরেস্ট রেঞ্জের আওতাধীন গোলাঘাটির বীরচন্দ্র পাড়া শ্যামনগর যাওয়ার রাস্তার পাশে ।এলাকাবাসীর মতে এই বিস্তীর্ণ বনাঞ্চল বনদপ্তরের জায়গায় গড়ে উঠেছিল। বনদপ্তরের উদ্যোগে প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি এবং বনজ সম্পদ গড়ার লক্ষ্যে এই বিস্তীর্ণ এলাকা জুড়ে শাল, সেগুন ইত্যাদি মূল্যবান গাছ লাগানো হয়েছিল। এই মূল্যবান গাছগুলি এখন আর নেই বললেই চলে। আর যে কয়েকটা আছে সেগুলিও বনদস্যুরা ধ্বংস করছে। কিন্তু, এই বিষয়ে বনদপ্তরের কর্মীদের কোন হেলদোল নেই বলে-- এলাকাবাসীর অভিযোগ ।
What's Your Reaction?