Tripura : বিদ্যালয়ে তীব্র পানীয় জলের সংকট : U Bangla TV

Tripura : বিদ্যালয়ে তীব্র পানীয় জলের সংকট : U Bangla TV

Mar 2, 2024 - 15:43
 0  5

২০০৪ সালের ২৬ শে জুলাই গোমতী ত্রিপুরা জেলা উদয়পুর কিল্লা আর.ডি. ব্লকের অধীন ডাকমুড়া জুনিয়র বেসিক স্কুল স্থাপন করা হয়েছিল এলাকার শিশুদের শিক্ষিত করে গড়ে তোলার জন্য। এই ডাকমুড়া জুনিয়র বেসিক স্কুলে প্রথম শ্রেনী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রীর সংখ্যা মাত্র ১৫ জন। প্রথম, দ্বিতীয় ও চতুর্থ শ্রেণীর ছাত্র- ছাত্রীদের সংখ্যা মাত্র চারজন করে। পঞ্চম শ্রেণীতে ছাত্র-ছাত্রীর সংখ্যা মাত্র তিনজন। তৃতীয় শ্রেনীতে কোন ছাত্র-ছাত্রী নেই। বিদ্যালয়টি'তে শিক্ষক শিক্ষিকার সংখ্যা মাত্র চারজন। বর্তমানে বিদ্যালয়টি'তে পানীয় জলের তীব্র সংকট চলছে বলে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের অভিযোগ। গাড়ি করে বিদ্যালয়টিতে প্রতিদিন জল আসে না বলে জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষকরা। তাছাড়া বিদ্যালয়টি'তে কোন চতুর্থ শ্রেণীর কর্মচারী না থাকার কারনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা মিলে বিদ্যালয়ের তালা খোলা সহ বিদ্যালয়ের রুম থেকে শুরু করে মাঠ সাফাই করা সবই করতে হচ্ছে। বর্তমানে বিদ্যালয়টির শিক্ষক-শিক্ষিকা সহ ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের তরফ থেকে দাবি উঠছে, অবিলম্বে বিদ্যালয়টির সমস্যা সমাধানের জন্য ত্রিপুরা শিক্ষা দপ্তর যেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। #tripura #tripuranews #newstoday #banglanews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow