Tripura : বাঘ সাজিয়ে নৃত্য ও গীত : U Bangla TV

Tripura : বাঘ সাজিয়ে নৃত্য ও গীত : U Bangla TV

Feb 18, 2024 - 13:41
 0  1

সনাতন ধর্মে বহু পুরনো এবং লুপ্তপ্রায় একটি সংস্কৃতি হল বাঘের পুজো ও নৃত্য। প্রতিবছর মাঘ মাসের ১৩ তারিখ থেকে এই নৃত্য গীত শুরু হয় এবং সংক্রান্তির দিন বাঘের পুজোর মধ্য দিয়ে তা শেষ হয়। এবারও ধলাই ত্রিপুরা জেলা আমবাসা জেলা পরিষদ অফিস সংলগ্ন স্থানে অনুষ্ঠিত হয় বাঘের পুজো এবং বাঘ সাঁজিয়ে নৃত্য গীত। গানের তালে তালে বাঘের সাজে মানুষের নৃত্য যথেষ্ট চমকদার বলা যায়। লুপ্তপ্রায় এই সংস্কৃতিকে ধরে রাখতে চাইছে অনেকে। তারই প্রতিফলন দেখা গেল ধলাই ত্রিপুরা জেলা আমবাসায়। জনগণ চাইছে, এই সংস্কৃতি শত সহস্র বছর ধরে প্রবাহিত হোক। #tripura #tripuranews #newstoday #banglanews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow