Tripura| বাংলাদেশ থেকে আগত যাত্রীদের সুবিধার্থে শ্যাটেল সার্ভিস চালু| U Bangla TV

Tripura| বাংলাদেশ থেকে আগত যাত্রীদের সুবিধার্থে শ্যাটেল সার্ভিস চালু| U Bangla TV

Nov 17, 2023 - 18:18
 0  8

বাংলাদেশ থেকে আগত যাত্রীদের সুবিধার্থে আখাউড়া ল্যান্ড পোর্ট থেকে আগরতলা বিমানবন্দর পর্যন্ত শ্যাটেল সার্ভিস চালু করলেন মেয়র দীপক মজুমদার!

২০১৩ সালের ১৭ ই নভেম্বর ভারতের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সঙ্গে উত্তর- পূর্বাঞ্চলের প্রথম এবং ভারতের দ্বিতীয় ল্যান্ড পোর্ট আগরতলা- আখাউরার যাত্রা শুরু হয়। আজ যা ১০ বছর পূর্ণ করে ১১ বছরে পা দিল। ১০ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার আখাউড়া ল্যান্ড পোর্টে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা ত্রিপুরা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা ৭- রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুরজিৎ দত্ত, আগরতলা ত্রিপুরা বাংলাদেশ সহকারী  হাইকমিশনার আরিফ মোহম্মদ সহ অন্যান্যরা। আজকের এই অনুষ্ঠানে বাংলাদেশের যাত্রীদের সুবিধার্থে আগরতলা বর্ডার গোলচক্করস্থিত ভারত-বাংলাদেশ আখাউড়া বর্ডার থেকে আগরতলা বিমানবন্দর পর্যন্ত শ্যাটেল সার্ভিসের সূচনা করেন মেয়র দীপক মজুমদার। যার সাহায্যে বাংলাদেশের যাত্রীরা খুব কম খরচেই আগরতলা বিমানবন্দর পর্যন্ত যাতায়াত করতে পারবেন। পরবর্তীতে  সর্বোচ্চ জাতীয় পতাকা উত্তোলন করেন মেয়র দীপক মজুমদার। এবং বিএসএফ জওয়ানরা একটি রক্তদান শিবিরের আয়োজন করেন, যা ঘুরে দেখেন মেয়র সহ অতিথিরা। বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক মজুমদার বলেন, বাংলাদেশের সঙ্গে আমাদের ভারতবাসীর সম্পর্ক আরো মজবুত হোক এটাই কাম্য। গত ১০ বছরের ন্যায় আগামী দিনগুলিতেও ল্যান্ড পোর্টের  প্রতি কর্মকাণ্ড, ভারত-বাংলাদেশ দুই দেশের নাগরিকদের সুবিধা দেওয়ার পাশাপাশি প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সঙ্গে আত্মিক যোগাযোগ এবং মৈত্রীর বন্ধনকে দৃঢ়তা দেবে আশা করা যায়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow