Tripura : বহি:রাজ্যের ১০ জন যুবকের বিরুদ্ধে আগরতলা পশ্চিম থানায় মামলা
Tripura : বহি:রাজ্যের ১০ জন যুবকের বিরুদ্ধে আগরতলা পশ্চিম থানায় মামলা
বহি:রাজের যুবকদের জালিয়াতি বন্ধ করার জন্য আগরতলা পশ্চিম থানার মূল ফটকের সামনে বিক্ষোভ প্রদর্শন এনএসইউ- এর!
ত্রিপুরার বিভিন্ন দপ্তরে নিয়োগের ক্ষেত্রে পি আর টি সি বাধ্যতামূলক করেছে ত্রিপুরা সরকার। ফলে বহি:রাজ্যের বেকারদের জন্য বন্ধ হয়ে গেছে ত্রিপুরা সরকারের বিভিন্ন নিয়োগে অংশগ্রহণ করা। টাকার বিনিময়ে ত্রিপুরার বিভিন্ন জায়গা থেকে বানিয়ে নিচ্ছে অবৈধভাবে পিআরটিসি। এরকম কিছু ঘটনা সামনে এনে শনিবার বহি:রাজ্যের ১০ জন যুবকের বিরুদ্ধে আগরতলা পশ্চিম থানায় মামলা করল ত্রিপুরা প্রদেশ এন এস ইউ আই সভাপতি সম্রাট রায়। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত শাস্তির দাবিতে আগরতলা পশ্চিম থানার মূল ফটকের সামনে বিক্ষোভ প্রদর্শন করে ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা প্রদেশ এনএসইউআই। ত্রিপুরা প্রদেশ এন এস ইউ আই সভাপতি সম্রাট রায় জানিয়েছেন, এস এস সি জিডি'র কেন্দ্রীয় সরকারের একটা পরীক্ষা হচ্ছে ত্রিপুরায় । এই পরীক্ষার মাধ্যমে বিভিন্ন রাজ্য থেকে বেকার যুবকরা অংশগ্রহণ করেছে। এর মধ্যে বিহার রাজ্যের সচিন কুমার,এবং বিকাশ কুমার সহ মোট ১০ জনের বিরুদ্ধে অবৈধভাবে টাকার বিনিময়ে জাল পিআরটিসি বানিয়ে সেনাবাহিনীতে ইন্টারভিউ দিচ্ছে বলে জানিয়েছেন ত্রিপুরা প্রদেশ এন এস ইউ আই সভাপতি সম্রাট রায়। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তি দাবি জানিয়েছেন তিনি। #tripuranews #tripura #breakingnews #banglanews #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?