Tripura : পুনরায় আলু সংরক্ষণ করার মেশিন চালু হওয়ায় খুশি কৃষকদের মধ্যে : U Bangla TV

Tripura : পুনরায় আলু সংরক্ষণ করার মেশিন চালু হওয়ায় খুশি কৃষকদের মধ্যে : U Bangla TV

Apr 3, 2024 - 16:11
 0  2

খোয়াই ত্রিপুরা জেলা তেলিয়ামুড়া গামাই বাড়িস্থিত কৃষি দপ্তরের কোল্ড স্টোরেজ মেশিনটি ত্রিপুরায় ২৫ বছরের বিগত বামফ্রন্ট সরকারের আমলে যান্ত্রিক গোলযোগের ফলে বিকল হয়ে বন্ধ হয়ে গিয়েছিল । মূলত, কৃষি দপ্তরের এই কোল্ড স্টোরেজ মেশিনটি'তে গোটা তেলিয়ামুড়া মহকুমা সহ এর সন্নিহিত এলাকাগুলির আলু চাষিরা আলু সংরক্ষণ করে রাখতেন। এবং এই সংরক্ষিত আলু দিয়ে আলু চাষিরা সারা বছর বিভিন্ন বাজার গুলিতে আলুর চাহিদা পূরণ করতেন। বিগত বামফ্রন্ট সরকারের আমলে বন্ধ হয়ে পড়া এই কোল্ড স্টোরেজ মেশিনটি'কে আলু চাষীদের স্বার্থের কথা চিন্তা করে পুনরায় চালু করার কোনো উদ্যোগ গ্রহণ করেনি বিগত বামফ্রন্ট সরকার। এরপর ২০১৮ সালে ত্রিপুরায় বিজেপি সরকার আসার পর সরকার বরাবরই ত্রিপুরার কৃষকদের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় আলু চাষীদের স্বার্থের কথা চিন্তা করে এই কোল্ড স্টোরেজ মেশিনটি'কে পুনরায় চালু করার জন্য প্রচেষ্টা শুরু করেন এবং কৃষি দপ্তর থেকে এই কোল্ড স্টোরেজ মেশিনটি'কে পুনরায় চালু করার জন্য অর্থ বরাদ্দ হয়। পরবর্তীতে বর্তমান তেলিয়ামুড়া মহকুমা কৃষি তত্ত্বাবধায়ক ডক্টর সুব্রত রায়ের পর্যবেক্ষণের মধ্য দিয়ে এই কোল্ড স্টোরেজ মেশিনটি'কে পুনরায় আলু চাষীদের জন্য চালু করা হয়। এবিষয়ে বলতে গিয়ে তেলিয়ামুড়া মহকুমা কৃষি তত্ত্বাবধায়ক ডক্টর সুব্রত রায় জানান, আলু চাষিরা তাদের আলু কৃষি দপ্তরের স্থানীয় বি.এল.ডব্লিউ স্টোরে যোগাযোগের মাধ্যমে এই কোল্ড স্টোরেজ মেশিনটি'তে এনে সংরক্ষণ করে রাখতে পারবে। যদি এই কোল্ড স্টোরেজে আলু চাষিরা তাদের আলু সংরক্ষণ করে তাহলে তাদের প্রতি ছয় মাসে কুইন্টাল প্রতি ১৬০ টাকা দিতে হবে এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে কুইন্টাল প্রতি ১৯০ টাকা ধার্য করা হয়েছে। এই কোল্ড স্টোরেজ মেশিনটি পুনরায় চালু হওয়াতে আলু চাষীরা বিশাল উপকৃত হবেন। #tripura #tripuranews #newstoday #banglanews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow