Tripura : নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৭তম জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় পালিত হল : U Bangla TV
Tripura : নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৭তম জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় পালিত হল : U Bangla TV
নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৭তম জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় পালিত হল ত্রিপুরা আগরতলা কংগ্রেস ভবনে!মঙ্গলবার আগরতলা ত্রিপুরা কংগ্রেস ভবনের সামনে ভারতের স্বাধীনতা সংগ্রামের মহানায়ক নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৭তম জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় পালিত হল। এদিন জাতীয় পতাকা উত্তোলন এবং নেতাজীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানালেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দলের সকল নেতা, নেত্রী ও কর্মীরা। নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্ম ১৮৯৭ সালের ২৩ শে জানুয়ারি, ওড়িশার কটক শহরে। উনার পিতা ছিলেন জানকীনাথ বসু ও মাতা প্রভাবতী দেবী। অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন সুভাষ চন্দ্র বসু। ভারতের স্বাধীনতা সংগ্রামে উনার অবদান অনস্বীকার্য। দেশকে পরাধীনতার অন্ধকার থেকে মুক্তি দিতে প্রাণপণ লড়েছিলেন বঙ্গ সন্তান নেতাজী সুভাষ চন্দ্র বসু। #tripura #tripuranews #banglanews #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?