Tripura : তীব্র গরম নিয়ে সতর্কবার্তা আবহাওয়া দপ্তরের : U Bangla TV

Tripura : তীব্র গরম নিয়ে সতর্কবার্তা আবহাওয়া দপ্তরের : U Bangla TV

Apr 23, 2024 - 16:30
 0  4

ছোট্ট পার্বত্য ত্রিপুরার রাজধানী আগরতলায় তাপমাত্রা ইতিমধ্যে ৩৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছে। এখনো সেই ভাবে আগরতলা শহরে বৃষ্টির দেখা নেই। যদিও ত্রিপুরার অন্যান্য জায়গার উপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে গিয়েছে। আগরতলা আবহাওয়া দপ্তরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী সোমবার দিনের তাপমাত্রার পারদ সর্বোচ্চ ৩৬ ডিগ্রি এবং সর্বনিম্ন ২২ ডিগ্রি সেলসিয়াসে ছিল। তবে বাস্তবে গরম অনুভূত হবে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মত। বৃষ্টিপাতের সম্ভাবনা ১ শতাংশ। আগামী ৭ দিনের আগরতলা আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৭ এবং ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা ৬ শতাংশ থেকে বেড়ে ৩৫ শতাংশ পর্যন্ত হতে পারে। গরমের দাপট বেশি হলে ও দৈনন্দিন কাজের জন্য সাধারণ মানুষদের বাড়ির বাইরে বের হতে হচ্ছে। চার থেকে পাঁচদিন অতিমাত্রায় তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আগরতলা আবহাওয়া দপ্তরের বৈজ্ঞানিক ড. পার্থ রায়। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow