Tripura : তিল চাষে ত্রিপুরা সরকারের কাছে আর্থিক সাহায্যের দাবি উপজাতি জুমিয়াদের

Tripura : তিল চাষে ত্রিপুরা সরকারের কাছে আর্থিক সাহায্যের দাবি উপজাতি জুমিয়াদের

Jul 12, 2023 - 12:45
 0  1

জুমচাষের অন্যান্য ফসলগুলির ন্যায় তিল চাষ করল উপজাতি জুমিয়ারা। পাহাড়ের টিলাভূমিতে উপজাতি জুমিয়ারা চাষ করে এই তিল। তিল শষ্যের বাজারে যথেষ্ট চাহিদাও রয়েছে। কিন্তু, এই তিলশষ্য বাজারজাত করে সঠিক মূল্য পাননা বলে জানান উপজাতি তিল চাষিরা। অন্যান্য বছরের ন্যায় এবছরও উপজাতি জুমিয়া পরিবার তিল চাষ করে খোয়াই ত্রিপুরা জেলা মুংগিয়াকামি আর.ডি. ব্লকের অধীন রংগিয়াটিলা, আঠারোমুড়ার বুদ্ধিরাম,
হাজরাপাড়ার জনজাতি জুমিয়ারা এই উপজাতি বসতি এলাকাটিতে । সাধারনত জুম চাষ করেই জীবন-জীবিকা নির্বাহ করেন ত্রিপুরার উপজাতি মানুষরা। তিল চাষে জনজাতিদের দাবি, সরকারিভাবে জুম চাষের কৃষিজ ফসলের বীজ পাওয়ার জন্য। অন্যান্য বছরের ন্যায় এবছরও জুমে তিল চাষ করে তিল এখন পরিপক্ক হয়ে ঘরে তোলার আরও কয়েক মাস বাকি রয়েছে।
এর মাঝে সংসার প্রতিপালনের জন্য কলা গাছও রোপণ করেছেন উপজাতি জুমিয়া। উপজাতি জুমিয়া জানান, স্ব-উদ্যোগে এই কলা গাছ লাগিয়ে বাজারে কলা বিক্রি করে কিছু অর্থ উপার্জন করছেন বলে তিনি জানিয়েছেন। অভাবের সংসারে এই কলা বিক্রি করে আর্থিকভাবে কিছুটা সহযোগী হয় উপজাতি জুমিয়ারা। অন্যদিকে, তিল চাষের সম্পর্কে বলতে গিয়ে উপজাতি জুমিয়া জানান, এই তিল বাজারে বিক্রি করে সঠিক মূল্য পায়না চাষিরা। বরাবরের মতই আর্থিক ক্ষতির সম্মুখিন হওয়ার চিন্তায় রয়েছেন এই জনজাতি তিল চাষিদের। #breakingnews #banglanews #newslive #tripura  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow