Tripura : জলের অপচয় বন্ধ করার জন্য ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কাছে আবেদন |
Tripura : জলের অপচয় বন্ধ করার জন্য ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কাছে আবেদন |
ভূগর্ভস্থ জলের অপচয় বন্ধ করার জন্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী ও জলসম্পদ মন্ত্রীর কাছে আবেদন রাখলেন এলাকাবাসী! এলাকাবাসীদের অভিযোগ, আগরতলা লেইক চৌমুনীস্থিত তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি কর্পোরেশনে সকল ৯ টায় জলের ট্যাংকে জল তোলার জন্য পাম্প চালানো হয়। তারপর বিকেল ৫ টার পর মেশিন বন্ধ করা হয়। অনবরত ভূগর্ভস্থ জল ওভারফ্লো হয়ে পরতে থাকে। এমনিতে আগরতলা হারাধন সংঘ এলাকায় ভূগর্ভস্থ জলের স্তর নিচে নেমে যাচ্ছে। এইভাবে জলের অপচয় হতে থাকলে আগামীদিন ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হবে। বারবার বলার পরও কোনো আধিকারিকের হেলদোল নেই বলে অভিযোগ এলাকাবাসীর। #newstoday #bengalinews #tripura #tripuranews #maniksaha #waterwastage @ubanglatvofficial
What's Your Reaction?