Tripura : গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবিতে তিপ্রামথা দলের ডেপুটেশন প্রদান|
Tripura : গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবিতে তিপ্রামথা দলের ডেপুটেশন প্রদান|
ত্রিপুরার আদিবাসী মানুষদের বৃহত্তর স্বার্থে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য খোয়াই ত্রিপুরা জেলা তেলিয়ামুড়া মহকুমা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করল বিরোধী দল তিপ্রামথা। তাদের দাবীগুলি হলো - ভারতের সংবিধানের অনুচ্ছেদ ২ এবং ৩ এর অধীনে বৃহত্তর তিপ্রাল্যান্ড গঠন, দ্রুততম সময়ে TTAADC গ্রাম কমিটি পরিচালনা করা, সমস্ত পরীক্ষায় ককবরক ভাষার জন্য রোমান স্ক্রিপ্ট অন্তর্ভুক্ত করা, বন্য দাঁতাল হাতির দীর্ঘমেয়াদী সমস্যার স্থায়ী সমাধান করা, টিটিএএডিসি এলাকায় পাট্টা জমির সঠিক সীমানা নির্ধারণ সহ সাত দফা দাবী সনদ নিয়ে তেলিয়ামুড়া মহকুমা শাসকের নিকট এদিনের তিপ্রামথা দলের এই ডেপুটেশন প্রদান করা হয়। তিপ্রামথা, ওয়াই টি এফ, টি ডাব্লিউ এফ- এর যৌথ ডেপুটেশনে উপস্থিত ছিলেন তিপ্রামথা দলের ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের ইএম কমল কলই, ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের ব্লক প্রেসিডেন্ট মহেন্দ্র দেববর্মা , ওয়াই টি এফ এবং টি ডাব্লিউ এফ এর নেতৃত্ব সহ অন্যান্যরা। #newstoday #newsvideo #current_affairs #tripura #tripuranews @ubanglatvofficial
What's Your Reaction?