Tripura : কৃষকের ঝিঙে ক্ষেত নষ্ট করে দিল দুষ্কৃতীকারীরা : U Bangla TV

Tripura : কৃষকের ঝিঙে ক্ষেত নষ্ট করে দিল দুষ্কৃতীকারীরা : U Bangla TV

Feb 22, 2024 - 20:16
 0  2

সিপাহীজলা ত্রিপুরা জেলা সোনামুড়া থানাধীন গরুর বান্দ এলাকার কৃষক হরিপদ দাস ওরফে মুরু দাস দুই ছোট্ট শিশু , স্ত্রী নিয়ে অসহায়ভাবে দিনযাপন করছেন। কৃষক হরিপদ দাসের আয়ের একমাত্র উৎসই হলো কৃষিকাজ। কৃষিকাজ করে কোন রকমভাবে সংসার প্রতিপালন করে যাচ্ছেন কৃষক হরিপদ দাস। এমনিতে এখন ঝিঙে সব্জির সময়কাল নয। তবে, অসময়ে ঝিঙে চাষ করে বিগত দিনে কৃষক হরিপদ দাস খানিকটা লাভের মুখ দেখেছিলেন। শরীরের চামড়া কালো করে দিনরাত পরিশ্রম করে না খেয়ে কৃষক হরিপদ দাস উনার কৃষি জমিতে সাড়ে তিনশোর উপরে ঝিঙে গাছ রোপন করেছিলেন। কিন্তু, রাতের অন্ধকারে দুষ্কৃতিকারীরা কৃষক হরিপদ দাসের ঝিঙে গাছ ক্ষেত থেকে তুলে নিয়ে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে। অসহায় কৃষক হরিপদ দাস জানান, উনার এই ঝিঙে ক্ষেত করতে ১৫ থেকে ১৬ হাজার টাকা খরচ হয়েছে। ঝিঙে যদি ফলন হতো তাহলে আড়াই থেকে তিন লক্ষ টাকা তিনি বিক্রি করতে পারতেন। এদিকে, কৃষক হরিপদ দাসের ঝিঙে ক্ষেতের নষ্টের খবরের কথা শুনে কৃষক নেতা সঞ্জয় দাস, সেক্টর অফিসার ও মোহনভোগ আর. ডি. ব্লকের ভাইস চেয়ারম্যান জিতেন্দ্র দাস পরিদর্শন করেন এবং কৃষক হরিপদ দাসকে সাহায্যের আশ্বাস দেন। #tripura #tripuranews #newstoday #banglanews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow