Tripura : ঔষধ স্বল্পতা সরকারি আয়ুর্বেদিক হাসপাতালে!ক্ষোভ রোগীদের মধ্যে : U Bangla TV
Tripura : ঔষধ স্বল্পতা সরকারি আয়ুর্বেদিক হাসপাতালে!ক্ষোভ রোগীদের মধ্যে : U Bangla TV
ত্রিপুরা,বিক্রম কর্মকার:-ঔষধ স্বল্পতা সরকারি আয়ুর্বেদিক হাসপাতালে!ক্ষোভ রোগীদের মধ্যে!সিপাহীজলা ত্রিপুরা জেলা কমলাসাগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গকুলনগর রাস্তার মাথা এলাকায় সরকারি একটি আয়ুর্বেদিক হাসপাতাল রয়েছে। সেখানে প্রতিনিয়ত রোগীরাও আসছেন। সেই হাসপাতালে বিমল চন্দ্র ঘোষ নামে একজন ফার্মাসিস্টও রয়েছেন। কিন্তু, হাসপাতালে নেই পর্যাপ্ত পরিমাণে ঔষধ। হাসপাতালে সামান্য মাত্রায় কিছু ঔষধ রয়েছে। হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ ঔষধ না থাকার কারণে, রোগীরা নিজের টাকা দিয়ে বাইরের দোকান থেকে ঔষধ কিনতে বাধ্য হচ্ছে। হাসপাতালের এই সমস্যাটি দীর্ঘদিনের বলে রোগীদের অভিযোগ। তাই, হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ক্ষোভের সাথে জানিয়েছেন, সরকার এবং সংশ্লিষ্ট দপ্তর যেন এই সরকারি আয়ুর্বেদিক হাসপাতালে রোগীদের পর্যাপ্ত পরিমাণে ঔষধ দেওয়ার ব্যবস্থা করেন। এতে গরিব অংশের রোগীরা অনেক উপকৃত হবেন। #tripura #tripuranews #banglanews #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?