Tripura : এই প্রথম পোখরাজ আলু চাষ করে স্বাবলম্বী হওয়ার পথে এক কৃষক : U Bangla TV

Tripura : এই প্রথম পোখরাজ আলু চাষ করে স্বাবলম্বী হওয়ার পথে এক কৃষক : U Bangla TV

Feb 9, 2024 - 15:45
 0  1

বিগত দু,বছর ধরে পোখরাজ আলু চাষ করে আসছেন ত্রিপুরা লঙ্কামুড়া বিনপাড়া এলাকার কৃষক অমর চাঁদ সরকার। সংবাদ মাধ্যমের এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ভারতবর্ষে অন্যান্য যেসব আলু রয়েছে সেসব আলু থেকে এই পোখরাজ আলু খুবই সুস্বাদু। এই পোখরাজ আলো ত্রিপুরায় এই প্রথম চাষ করা শুরু করেছেন কৃষক অমর চাঁদ সরকার। এবছর এক কানি কৃষি জমিতে এই পোখরাজ আলু চাষ করেছেন কৃষক অমর চাঁদ সরকার। এই পোখরাজ আলুর বীজ পশ্চিম ত্রিপুরা জেলার আইসিএআর- এর আন্ডারে কে.বি.কে উনাকে দিয়েছেন।এই পোখরাজ আলুর বীজ পাঞ্জাব থেকে আনা হয়েছে। সব কৃষকরা যদি এই পোখরাজ আলোর চাষ করা শুরু করেন তাহলে বাজারে এই পোখরাজ আলো বিক্রি করে ভালো অর্থ উপার্জন করা যাবে বলে কৃষক অমর চাঁদ সরকার জানিয়েছেন। #tripura #tripuranews #newstoday #banglanews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow