Tripura : ইলেকট্রনিক ডিভাইসে করে বহি:রাজ্যে গাঁজা পাঁচারের চেষ্টা গাঁজা পাচারকারিদের : U Bangla TV
Tripura : ইলেকট্রনিক ডিভাইসে করে বহি:রাজ্যে গাঁজা পাঁচারের চেষ্টা গাঁজা পাচারকারিদের : U Bangla TV
এবার ইলেকট্রনিক ডিভাইসে করে বহি:রাজ্যে গাঁজা পাঁচারের চেষ্টা গাঁজা পাচারকারিদের! আগরতলা থেকে শিয়ালদাহ যে ট্রেনটি যাবে সেই ট্রেনটি যাবার আগে একটি এমসিবি চেঞ্জিং মেশিন উত্তর ত্রিপুরা জেলা ধর্মনগর রেল স্টেশনে এনে রাখা হয়। এবং বলা হয় যে, এই ইলেকট্রনিক মেশিনটি বুকিং করা হবে বহি:রাজ্যে যাওয়ার জন্য। ধর্মনগরবাসীর সচেতনতায় একজন বাসিন্দা ধর্মনগরের মহকুমা পুলিশ আধিকারিক দেবাশীষ সাহা'কে সন্দেহজনক এই ইলেকট্রনিক ডিভাইসটির কথা জানায়। রেল স্টেশনে খবর নিলে জানা যায়, ইলেকট্রনিক ডিভাইসটির মালিক আসবে এবং বুকিং করে ডিভাইসটিকে বহি:রাজ্যে নিয়ে যাবে। কিন্তু, দীর্ঘক্ষণ সময় অতিক্রান্ত হওয়ার পর কেউ না আসায় পুলিশের সন্দেহ বেড়ে যায়। অবশেষে উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী'র নির্দেশে ইলেকট্রনিক ডিভাইসটি ভাঙ্গা হয় এবং এই ডিভাইসটির ভেতর থেকে ৬ প্যাকেট গাঁজা উদ্ধার হয়। গাঁজাগুলির বাজার মূল্য ২০ লক্ষ টাকার উপর বলে জানিয়েছেন পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। তিনি আরো জানান, এই ধরনের অভিনব পদ্ধতিতে গাঁজা পাচারের প্রক্রিয়া উনার কাছে প্রথমবারের মতো। তবে উত্তর ত্রিপুরা জেলার মানুষ যেভাবে সচেতন হয়ে উঠেছে, তাতে গাঁজা পাচারকারিরা কোনভাবেই তাদের কার্যসিদ্ধি করে উঠতে পারবে না। অভিযুক্ত গাঁজা পাচারকারিদের পুলিশ গ্রেফতার করার জন্য জোর তল্লাশি জারি রেখেছে। #tripura #tripuranews #banglanews #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?