Tripura : আন্তর্জাতিক মানব পাচার চক্রের মূল অভিযুক্ত প্রদীপ সরকার গ্রেফতার : U BanglaTV
Tripura : আন্তর্জাতিক মানব পাচার চক্রের মূল অভিযুক্ত প্রদীপ সরকার গ্রেফতার : U BanglaTV
জানা যায়, গত ৩/৩/২০২৪ তারিখে আগরতলা রেলওয়ে স্টেশন থেকে - ধৃত চার বাংলাদেশী নাগরিককে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে, বেরিয়ে আসে এই মানব পাচার কান্ডের মূল অভিযুক্ত সিপাহীজলা ত্রিপুরা জেলা রহিমপুর এলাকার প্রদীপ সরকারের নাম। তার বয়স ৩০ বছর, পেশায় সে একজন গাড়ি চালক। তার ব্যক্তিগত একটি গাড়ি আছে যার নম্বর TR01BT0300 । এই গাড়িতে করে অভিযুক্ত পাচারকারী প্রদীপ সরকার অন্যান্য দিনের মতো গত ৩ তারিখ , রহিমপুর থেকে একজন লোক তাকে মোবাইল ফোনে কল করলে-- সে এসে ওই লোককে আগরতলা রেলওয়ে স্টেশনে নিয়ে যায়। রেলওয়ে স্টেশনে গিয়ে রেলের টিকেট কাটা পর্যন্ত তার দায়িত্ব। পরবর্তী সময়ে-- দালাল চক্রের মাধ্যমে এই লোকগুলো ভারতের বিভিন্ন প্রান্তে গিয়ে দেশ বিরোধী কার্যকলাপে লিপ্ত হয়। চেন্নাই, ব্যাঙ্গালোর,কলকাতার মত বড় বড় শহরের বিভিন্ন পতিতালয়ে তাদেরকে বহু মূল্যে বিক্রি করে বলে অভিযোগ উঠেছে। এদিকে ধৃত চার বাংলাদেশি নাগরিককে -পুলিশের জোর জিজ্ঞাসাবাদে এই তথ্য সামনে আসলে, জিআরপি থানার পুলিশ মঙ্গলবার দুপুরে, কলমচৌড়া থানার পুলিশকে সাথে নিয়ে, অভিযুক্ত পাচারকারী প্রদীপ সরকারকে গ্রেফতার করে। এই বিষয়ে জিআরপি থানার ওসি তাপস দাস জানিয়েছেন, ধৃত পাচারকারী প্রদীপ সরকারের বিরুদ্ধে দেশবিরোধী কার্যকলাপ সহ পাসপোর্ট আইন এবং আন্তর্জাতিক মানব পাচার ইত্যাদি অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। এই আন্তর্জাতিক মানব পাচার কাণ্ডে-- তার সাথে আর কে কে জড়িত রয়েছে ধৃতকে জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ l #tripura #tripuranews #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?