Tripura | আখাউড়া-আগরতলা রেলপথের ভার্চুয়াল উদ্বোধন | U Bangla TV

Tripura | আখাউড়া-আগরতলা রেলপথের ভার্চুয়াল উদ্বোধন | U Bangla TV

Oct 31, 2023 - 16:31
 0  5

অবশেষে ১লা নভেম্বর বুধবার উদ্বোধন হতে যাচ্ছে আখাউড়া-আগরতলা রেলপথ। বুধবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যৌথভাবে আখাউড়া-আগরতলা রেলপথের ভার্চুয়াল উদ্বোধন করবেন। পাশাপাশি বাংলাদেশের মোংলা- খুলনা রেলপথ এবং রামপাল থারমাল পাওয়ার স্টেশন উদ্বোধনেরও কথা রয়েছে। ১২ দশমিক ২৪ কিলোমিটার দৈর্ঘ্যের রেলপথের বাংলাদেশ অংশ ৬ দশমিক ৭৮  কিলোমিটার। ২০১৮ সালের জুলাই মাসে ভারতের ঠিকাদারি প্রতিষ্ঠান টেক্সমেকো রেল এন্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড আখাউড়া-আগরতলা রেলপথের নির্মাণ কাজ শুরু করে। ২০১৮ সালের জুলাই মাসে আখাউড়া-আগরতলার নিশ্চিন্তপুর পর্যন্ত ১২ দশমিক ২৪ কিলোমিটার দৈর্ঘ্যের আখাউড়া-আগরতলা রেলপথের নির্মাণ কাজ শুরু হয়। এই রেলপথ চালুর মাধ্যমে মাত্র ৮ ঘন্টায় বাংলাদেশ হয়ে কলকাতায় পৌঁছানো সম্ভব হবে। আখউড়া- আগরতলা রেল লাইনের কাজ শেষ হলেও ইমিগ্রেশন, কাস্টমস ভবন এবং প্লাটফর্মের ফিনিশিং কাজ শেষ হতে ডিসেম্বর মাসের মাঝামাঝি লাগবে বলে জানিয়েছেন প্রকল্প কর্মকর্তারা। সোমবার বেলা সাড়ে বারোটার দিকে বাংলাদেশের রেলওয়ের ৬ জন স্টাফ নিয়ে আখাউড়া-গঙ্গাসাগর নবনির্মিত রেলওয়ে স্টেশন থেকে পাঁচটি খালি বগি নিয়ে ত্রিপুরা আগরতলা নিশ্চিন্তপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত ট্রায়াল রান সম্পন্ন করে ফের বাংলাদেশের গঙ্গাসাগরে ফিরে গিয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow