Tripura | অগ্নিদগ্ধা গৃহবধূকে দেখতে এলেন মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্ণা দেববর্মা | U Bangla TV

Tripura | অগ্নিদগ্ধা গৃহবধূকে দেখতে এলেন মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্ণা দেববর্মা | U Bangla TV

Nov 1, 2023 - 16:41
 0  4

লক্ষ্মী পুজোর দিন গোমতী ত্রিপুরা জেলা উদয়পুর রাধাকিশোরপুর ফুটামাটি এলাকায় লিপিকা দাস নামে এক গৃহবধূর শরীরে আগুন লাগিয়ে হত্যার চেষ্টা করে ঘাতক শ্বাশুড়ি যমুনা দাস। বর্তমানে অগ্নিদগ্ধা গৃহবধূ লিপিকা দাস  আগরতলা জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। সাত মাসের গর্ভবতী অগ্নিদগ্ধা সেই গৃহবধু। উদয়পুর রাধাকিশোরপুর ফুটামাটি এলাকার সুশান্ত দাস লিপিকা দাসকে জোর জবরদস্তি বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করে বলে অভিযোগ উঠেছে। বিয়ের পর থেকেই ঘাতক স্বামী সুশান্ত দাস এবং তার মা যমুনা দাস লিপিকা দাসের উপর প্রতিদিন শারীরিক ও মানসিক অত্যাচার করে আসছে বলে অভিযোগ। সুশান্ত দাসের সাথে লিপিকা দাসের বিয়ে হয়েছে এখনো এক বছর হয়নি। আর এর মধ্যেই গৃহবধূ লিপিকা দাসের শরীরে লক্ষ্মীপুজোর দিন আগুন ধরিয়ে দেয় ঘাতক শ্বাশুড়ি যমুনা দাস। গৃহবধূ লিপিকা দাসের উপর এই মর্মান্তিক ঘটনার খবর পেয়েই ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্ণা দেববর্মা সহ মহিলা কমিশনের একটি দল অগ্নিদগ্ধা গৃহবধূকে দেখতে আগরতলা জিবিপি হাসপাতালে ছুঁটে গেলেন । এবং অগ্নিদগ্ধা গৃহবধূর সঙ্গে কথা বলেন। এই মর্মান্তিক ঘটনায় অভিযুক্ত ঘাতক স্বামী সুশান্ত দাস এবং তার মা যমুনা দাসের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্ণা দেববর্মা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow