South24pgs : শীতলা মা কাঁকড়া মা নামেও পরিচিত : U Bangla TV
South24pgs : শীতলা মা কাঁকড়া মা নামেও পরিচিত : U Bangla TV
দক্ষিণ 24 পরগনা নামখানা শিবনগর আবদ এলাকায় কাঁকড়া মায়ের পুজোতে সমুদ্র থেকে কাঁকড়া উঠলে এবং আকাশেতে চিল উঠলে তারপর শীতলা মায়ের পূজা শুরু হয়। ৬৬ তম বছরে পদার্পণ করেছে এই শীতলা মায়ের পূজা। যা দক্ষিণ ২৪ পরগনার শ্রেষ্ঠ মেলা হিসেবে পরিচিত হয় কাঁকড়া মায়ের। মায়ের পূজাতে থাকে কাঁকড়ার তরকারি ও অন্য ভোগ। পূজা কমিটির সম্পাদক দয়াল সামন্ত বলেন এটি নামখানা ব্লকের ঐতিহ্যবাহী পূজা। ঘটনাটি ঘটেছে ৬৬ বছর আগে গ্রামে মহামারী লেগেছিল হাহাকার করছে গ্রাম, তখন ওতো ডাক্তার বদ্ধি ছিল না। মানুষ কি করবে দিশাহীন অবস্থা হয়ে পড়ে। সমস্ত বাড়িতেই মহামারী দেখা দিয়েছিল। তখন মা গ্রামের এক বাসিন্দার স্বপ্নতে আসেন, এবং বলেন মেদিনীপুর থেকে ব্রাহ্মণ এনে আমাকে প্রতিষ্ঠা করলে আমি সমস্ত রোগব্যাধি থেকে মুক্তি করব। সেই মতোই মেদিনীপুর থেকে ব্রাহ্মণ এনে জাঁকজমক করে শীতলা পূজা হয়। পূজার সময়ই আবার পূজার দেবী ঘটটি সমুদ্র জল এনে পূজিত হতে হবে। তাছাড়া ঘট আনার সময় ঘটের চারপাশে কাঁকড়া উঠবে ও ঠিক আকাশে উড়বে চিল এইভাবে আমি পূজিত হব কাঁকড়া মা নামে। সেই রীতি রেয়াজ এখনো ২০২৪ এ দাঁড়িয়েও ঠিক ঘটে জল আনার সময় আকাশে উড়ল চিল সমুদ্র থেকে উঠে এলো কাঁকড়া ও বাড়ির আনাচে-কানাচে উঠল সমুদ্র কাঁকড়া ওই দিয়ে দেবীর রন্ধন হয় তারপর দেবীকে ভোগ নিবেদন করা হয়, হাজার হাজার মানুষ মানত করেন পুরন হলে দেবীর কাছে আসেন তেমনি তার চিত্র দেখা গেল নামখানায় শিবনগর আবাদ এলাকার। মঙ্গল প্রদীপ জ্বালিয়ে মেলার সূচনা করেন দক্ষিণ 24 পরগনার জেলার সহ সভাধিপতি সীমান্ত মালি। এই মেলা এক মাস ধরে চলবে পুলিশ প্রশাসনের কঠোর নিরাপত্তার মধ্যে মেলা চলছে। দূর দূরান্ত থেকে আগত ভক্তরা ভিড় জমাচ্ছে মন্ডপে তাছাড়া উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস, নামখানা ব্লকের বিশিষ্ট সমাজসেবী ধীরেন কুমার দাস, নামখানা ব্লকের বিশিষ্ট সমাজসেবী বিদ্যুৎ কুমার দিন্দা সহ একাধিক ব্যক্তিরা। #south24pargana #south24pargananews #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?