South24PGS : আকাশের মুখ কালো ভার : U Bangla TV

South24PGS : আকাশের মুখ কালো ভার : U Bangla TV

Dec 7, 2023 - 14:56
 0  3

আজ থেকে আকাশের মুখ কালো ভার। সকাল থেকে মাঝে মধ্যে হচ্ছে বৃষ্টি। সকাল থেকে মেঘলা আকাশ নজর কেড়েছে সকলের। আবহাওয়া কেমন থাকবে গোটা দিন তা জানতে আগ্রহী সকলে। সদ্য আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে সেই কথা। আজ থেকে আকাশের মুখ ভার। মাঝে মধ্যে হচ্ছে বৃষ্টি। সকাল থেকে মেঘলা আকাশ নজর কেড়েছে সকলের। আবহাওয়া কেমন থাকবে গোটা দিন তা জানতে আগ্রহী সকলে। সদ্য আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে সেই কথা। জানা গিয়েছে, কেমন কাটবে দিন। গোটা দিন আবহাওয়া কেমন থাকবে ।  আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছিল দক্ষিণ ২৪ পরগনা হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।সূত্রের খবর, আজ কলকাতা সহ ২৪ পরগনার আকাশ মূলত মেঘলা থাকবে। এক বা দু পশলা বৃষ্টি বা বজ্রবিদ্যুত্‍ সহ বৃষ্টি হতে পারে। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি। সর্বনিম্ন থাকবে ২০ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।

তবে শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা নেই। রাজ্যে ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাব কেটে যাওয়ার সম্ভাবনা নেই বলে জানা গিয়েছে। আগামী মঙ্গলবার পর্যন্ত রাজ্যে কোনও বৃষ্টি হবে না। তবে, কমবে তাপমাত্রা। আগামী দুদিন রাতের তাপমাত্রার কোনও হেরফের হবে না। পরবর্তী তিনদিনে রাতের তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি কমে যাবে। সব নিলিয়ে শীঘ্রই আসছে শীত। ইতিমধ্যে সর্বত্র শীতের মরশুম উপভোগ করছেন সকলে। এবার জাঁকিয়ে শীত পড়তে চলেছে বলে অনুমান।

#newstoday #south24pargana #south24pargananews #banglanews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow