South24pgs : সাইবার প্রতারনা নিয়ে সচেতনতা : U Bangla TV

South24pgs : সাইবার প্রতারনা নিয়ে সচেতনতা : U Bangla TV

Feb 27, 2024 - 16:33
 0  1

বারুইপুর থানা থেকে দূরে রয়েছে অনেক গ্রাম। সেই সব এলাকার মানুষজনকে থানায় গিয়ে অভিযোগ বা সমস্যা জানাতে হিমশিম খেতে হয়। তাই পুলিস দূরবর্তী গ্রামে নিজেই যাবে অভিযোগ নিতে ও সমস্যার সমাধান করতে। সেখানে খোলা থাকছে পুলিস সহায়তা কেন্দ্র। গ্রামবাসীরা এসে নিজেদের কথা তুলে ধরবেন। মানুষের সঙ্গে জনসংযোগ বৃদ্ধি করতে বারুইপুর পুলিস জেলায় আগেই চালু হয়েছিল এমন পরিকল্পনা। এবার সেই কাজকে মানুষের কাছে নিয়ে যেতে বারুইপুর জেলায় দেখা গেল এমন অভিনব ভাবনা। এবার পুলিস সহায়তা কেন্দ্র থেকে বিশেষ নজর দেওয়া হবে সাইবার প্রতারণার বিষয়ে। পাশাপাশি, সুন্দরবনের মৈপীঠ থেকে শুরু করে কুলতলি, গোসাবা, বাসন্তি, সুন্দরবন ও ঝড়খালি উপকূল থানা এলাকার সহায়তা কেন্দ্র থেকে ম্যানগ্রোভ ধ্বংস রুখতে সচেতনতার বার্তা ও মাইকিংও করা হবে। বারুইপুর জেলার পুলিস "SDPO" বলেন, থানা থেকে অনেকটাই দূরে যেসব গ্রামগুলি রয়েছে, সেখানে এই সহায়তা কেন্দ্র খুলছেন তারা মানুষ সেখানে গিয়ে তাদের সমস্যার কথা জানাতে পারবে । বারুইপুর জেলায় ১৭টি থানা রয়েছে। তার মধ্যে দু’টি মহিলা থানা আছে। প্রতি থানার যে কোনও একটি পঞ্চায়েত এলাকায় এই সহায়তা কেন্দ্র শুরু হবে। সমস্যা শোনার জন্য একজন এস আই পদমর্যাদার আধিকারিক সহ থানার আই সি, ও সি দায়িত্বে থাকবেন। এমনকী এই সহায়তা কেন্দ্রে বারুইপুর পুলিস জেলার শীর্ষ আধিকারিকরা পরিদর্শন করবেন। এদিন জয়নগর থানার দেয়ানজি পাড়ায় এই ক্যাম্প অনুষ্ঠিত হয় । #south24pargananews #south24pargana #newstoday #banglanews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow